মহাসেনের বিপদ সংকেত প্রত্যাহার
ইউরোবিডি২৪নিউজঃ ঘূর্ণিঝড় মহাসেনের বিপদ কেটে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে সবাই। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর থেকে ৭ নম্বর সতর্কসংকেত তুলে নেয়া হয়েছে। বন্দর দুটির কার্যক্রমও কিছু কিছু শুরু হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় মহাসেন সীতাকুণ্ড, ফেনী এবং ভারতে ত্রিপুরার কিছু অংশে অবস্থান করছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ঝড়টি আরো দুর্বল হয়ে ক্রমশ মিয়ানমারের দিকে সরে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সীতাকুণ্ড, ফেনী, খাগড়াছড়ি ও তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড় মহাসেন বৃষ্টি আকারে ঝড়ে ক্রমশ দূর্বল হয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সীতাকুণ্ডের নিকট দিয়ে নোয়াখালী চট্টগ্রাম অতিক্রম করেছে মহাসেন। এটি স্থলভাগের উপর দিয়ে আরো উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে বৃষ্টি আকারে এগিয়ে ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ