• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতা

| মে 16, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ সাভারের রানা প্লাজা ধ্বস এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ পোশাক কারখানা দুর্ঘটনা যা প্রায় এগার’শ মানুষের প্রাণ হরণ করেছে। স্মরণকালের ভয়াবহ এ ভবন ধ্বসের দুর্ঘটনার পর বর্তমানে সরকার, পোশাক কারখানা শ্রমিক এবং জনগণ সকলেই সচেতন এবং পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে শুরু হয়েছে এক প্রতিযোগিতা।  প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তাহীনতায় থাকা কারখানাগুলোতেই তৈরি হয় বিশ্বখ্যাত অনেক প্রতিষ্ঠানের পোশাক। কারখানাগুলোর তদারকি এবং সুরক্ষা নিশ্চিত করতে অর্থায়ন করার একটি পরিকল্পনা প্রণয়ন করেছে ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম নামের একটি এনজিও। এক বছর আগে পরিকল্পনাটি প্রণীত হলেও রানা প্লাজা বিপর্যয়ের আগে মাত্র দুটি কোম্পানি এতে সম্মতি দিয়েছিল। অথচ ১৫ মে’র মধ্যে ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ।
মার্কিন পোশাক ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতারা এ নিয়ে অনেক আলোচনা করলেও এখন পর্যন্ত দুটি প্রতিষ্ঠান এতে স্বাক্ষর করেছে। ওয়ালমার্ট ও গ্যাপ নামের শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠান এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ওয়ালমার্ট জানিয়েছে, তারা এর চেয়েও উন্নত পরিকল্পনা প্রণয়ন করছে।
এই মতদ্বৈততার ফলে পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবিটিতে শিথিলতা আসতে পারে বলে আশঙ্কা করেছে ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম। পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে এই মতদ্বৈততার সৃষ্টি হয়ে থাকতে পারে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, দেশের খবর, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply