• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অবশেষে গে ম্যারিজ বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ওলাদ

| মে 18, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের সাংবিধানিক পরিষদকে ডানপন্থীদের দ্বারা ছুঁড়ে দেয়া একটি আইনি চ্যালেঞ্জের একদিন পর এবং মাসের পর মাস তিক্ত রাজনৈতিক বিতর্কের পর অবশেষে, ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ বিতর্কিত গে ম্যারিজ বিলে স্বাক্ষর করলেন এবং এটি আইনে পরিণত হল।

শনিবার, ফ্রান্সে সমকামী বিবাহ অনুমোদিত হবার পর, ফ্রান্স বিশ্বের চতুর্দশতম দেশের অন্তর্ভুক্ত হল, যে সকল দেশ সমকামী বিবাহকে বৈধতা প্রদান করেছে।

ডানপন্থীদের দ্বারা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবার একদিন পরই প্রেসিডেন্ট ওলাদ এই বিলটিকে বৈধতা প্রদান করলেন যেটি ছিল তার নির্বাচন প্রচারণা “সবার জন্য বিয়ে”-এর গুরুত্বপূর্ণ অংশ।  এই আইনে এখন সমকামী বিবাহ গ্রহণও অন্তর্ভুক্ত।

ফরাসি বিচারমন্ত্রী Cristiane Taubira জানান, খুব শীঘ্রই জুনে প্রথম সমকামী বিবাহ অনুষ্ঠিত হবে।

আদালতের এ রায়ের পর প্রেসিডেন্ট ওলাদ বলেন, এখন সময় এসেছে আইন ও প্রজাতন্ত্রকে সম্মান করার। তবে, সমকামী বিবাহ বিরোধীগণ প্যারিসে ২৬মে তাদের প্রধান প্রতিবাদ সমাবেশ পালন করবে বলে জানা গেছে।

সামগ্রিকভাবে, জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ওলাদের “সবার জন্য বিয়ে”- আইনটির ফরাসি জনসমর্থন প্রায় ৬০ শতাংশ।

সমকামী বিবাহ ইউরোপের আরও ৮টি দেশে বৈধ। দেশগুলো হল, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, নরওয়ে, সুইডেন, পর্তুগাল, আইসল্যান্ড এবং ডেনমার্ক।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply