• ২০ বৈশাখ ,১৪৩১,03 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

তুরস্কের রাজধানী আঙ্কারায় ‘চুমু বিক্ষোভ’

| মে 26, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: তুরস্কের রাজধানী আঙ্কারার ভূগর্ভস্থ রেলস্টেশনে কর্তৃপক্ষের নৈতিকতা বিষয়ক হুশিয়ারির প্রতিবাদে প্রায় ১০০ মানুষ চুমুর মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেছে। জনসম্মুখে চুমু খাওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ বিশেষ হুঁশিয়ারি দিয়েছিল। আঙ্কারা কর্তৃপক্ষের এমন তিরস্কারমূলক সতর্কতা জারির প্রতিবাদে শনিবার প্রায় ১০০ মানুষ কয়েক মিনিটের জন্য একে অপরকে চুমু খেয়েছেন। সেই সঙ্গে তারা ‘ফ্রি কিসেস’ লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করে বিভিন্ন ধরনের স্লোগানও দিয়েছেন। তুরস্কের গণমাধ্যম এর আগে জানিয়েছিল, নিরাপত্তা ক্যামেরায় বেশ কয়েকজন যুগলকে চুম্বনরত অবস্থায় দেখার পর আঙ্কারা কর্তৃপক্ষ জনসাধারণকে নৈতিকতা মেনে চলার জন্য নির্দেশ দিয়েছিলেন। এ ধরনের নির্দেশ জারির পর পরই বিরোধীদলীয় আইন প্রণেতারা ক্ষমতাসীন দলকে প্রশ্নের সম্মুখীন করে। তুরস্কের উদারপন্থি অনেকেই আশংকা করছেন, এ ধরনের নির্দেশ জারি করার মাধ্যমে তুরস্কে ইসলামের ভূমিকার প্রসার ঘটানোর চেষ্টা করা হচ্ছে। বিরোধীরা তাই ভূগর্ভস্থ রেল কর্তৃপক্ষের এ ধরনের নির্দেশ জারি করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।

Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply