• ২১ বৈশাখ ,১৪৩১,04 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ব্রিটেনে ব্রিষ্টল সিটির প্রথম এশিয়ান মুসলিম লর্ড মেয়র

| মে 30, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ব্রিষ্টল সিটিতে প্রথমবারের মতো লর্ড মেয়র হিসেবে অভিষিক্ত হলেন বাংলাদেশী বংশোদ্ভুত মো: ফারুক চৌধুরী। ১১৪ বছরের লর্ড মেয়রশীপের ইতিহাসে এই প্রথম কোন এশিয়ান মুসলিম এই পদে অধিষ্টিত হলেন। মঙ্গলবার ব্রিষ্টল সিটি কাউন্সিলে এক ঝাক-জমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে বিদায়ী লর্ড মেয়র পিটার মেইন ফারুক চৌধুরীর হাতে এই দায়িত্ব তুলে দেন। বিদায়ী লর্ড মেয়র যখন নতুন লর্ড মেয়র হিসাবে ফারুক চৌধুরীর নাম ঘোষনা করেন তখন পুরো হাউজ হা ভোটে সমর্থন দেয়। মুহুর্মুহ কড়তালির মধ্যে দিয়ে এসময় হাউজে প্রবেশ করেন ফারুক চৌধুরী। এরপর তার হাতে দায়িত্ব তুলে দেন বিদায় লর্ড মেয়র পিটার মেইন। ফারুক চৌধুরী বৃহত্তর সিলেটের গোলাপগঞ্জ থেকে ১৯৯৯ সালে ব্রিটেনে পাড়ি জমান এবং অল্পদিনেই নিজেকে যোগ্য করে তোলেন। ২০০৭ সালে লেবার পার্টি থেকে প্রথম বাংলাদেশী হিসেবে ব্রিষ্টলের ইউষ্টন এরিয়ার কাউন্সিলর নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ২ মেয়ের জনক।

Category: Community UK, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply