• ২৪ বৈশাখ ,১৪৩১,07 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অর্থনৈতিক মন্দায় পড়ে গ্রীসে রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও ও টেলিভিশন চ্যানেল বন্ধ ঘোষণা

| জুন 12, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: অর্থনৈতিক মন্দায় পড়ে গ্রিসে রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও ও টেলিভিশন চ্যানেল বন্ধ ঘোষণা করতে যাচ্ছে সে দেশের সরকার। এতে প্রায় আড়াই হাজার সংবাদকর্মী বেকার হয়ে পড়বেন।

সরকার ঘোষণা দিয়েছে, বুধবার সকাল থেকেই এ ঘোষণা কার্যকর হবে। তবে পরে তা চালু করা হবে। দেশের খরচ বাঁচাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে গ্রিস সরকার ঘোষণা দেয়। এ ছাড়াও ট্যাক্স বাড়ানো হবে। খবর বিবিসি-র।

সরকারি এক মুখপাত্র সিমোস কেডিকোগ্লু সংবাদ মাধ্যমকে বলেন, “ইআরটিতে স্টেশনে স্বচ্ছতা নেই। সে কারণে এর এখানেই সমাপ্তি।”

তিনি বলেন, “বন্ধ হয়ে গেলে যারা বেকার হয়ে পড়বেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও এটিকে যখন আরো ছোট আকারে চালু হবে, তারা নতুন করে আবেদন করতে পারবেন।”

এদিকে, ইআরটির বিদেশ শাখার প্রধান ওডিন লিনারদাতৌ বলেন, “সরকারের এ ঘোষণায় সংবাদকর্মীরা হতবাক হয়েছেন।”

তিনি বলেন, “আমরা শোকাহত, ক্ষুব্ধ। আমরা এ ধরনের সিদ্ধান্ত আশা করিনি। আমরা ভেবেছিলাম যে, খরচ আরো কমানো হবে।”

তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক গ্রিসে এ ঘটনা মেনে নিতে পারিনা। গ্রিসে পাবলিক রেডিও স্টেশন, টিভি থাকবে না, এটা হতেই পারে না।”

তবে গ্রিসের ইউনিয়নগুলো এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।

এদিকে, টেলিভিশনের এক প্রকৌশলী সংবাদ মাধ্যমকে বলেন, “সরকার ঘোষণা দিয়েছে মাঝরাত থেকে টিভি সম্প্রচার বন্ধ করা হবে। তাহলে এরপরই চ্যানেলে কালো পর্দা নেমে আসবে। আর মাত্র চার ঘণ্টা পর আমরা বেকার হয়ে যাবো!”

প্রসঙ্গত, গ্রিস সরকারের এ সিদ্ধান্তের ফলে চারটি টিভি চ্যানেল, চারটি রেডিও স্টেশন, আঞ্চলিক রেডিও স্টেশনসহ বহির্বিশ্বের জন্য প্রচারিত ভয়েস অব গ্রিস বন্ধ হয়ে যাবে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Greece, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply