• ১৩ বৈশাখ ,১৪৩১,26 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালন করেছে ভেনিস বাংলা স্কুল, ইতালি

| জুন 12, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:  ইতালির ভেনিসে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালন করেছে ভেনিস বাংলা স্কুল| স্থানীয় বাংলা স্কুলের পাবলিক লাইব্রেরিতে আয়োজিত জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয় | কবির জীবনীর উপর আলোকপাত করেন বাংলা স্কুলের সাধারণ সম্পাদক কামাল সারোয়ার | তিনি বলেন, আমাদের এই বাংলা স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন কবি সাহিত্যিকদের গল্প বই,কবিতার বই ও জীবনীমূলক বই রেখেছি যাতে করে প্রবাসী শিশুরা তাদের জীবনী সম্পর্কে পড়বে এবং জানতে পারবে|

আমাদের পরবর্তী জেনারেসন যেন তাদের জেনারেসন কে এইসব কবি সাহিত্যিকদের জীবনী নিয়ে আলোকপাত করে সেই জন্য আমরা তাদের কে বিশ্ব কবিদের জানার এবং জানতে আগ্রহ করে তোলার চেষ্টা করছি|

আলোচনা শেষে অনুষ্ঠানে কবিতা আবৃতি করে শুনান কবি মনির উদ্দিন| বাংলা স্কুলের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান| সংগীত পরিবেশন করেন বাংলা স্কুলের পলক ,চমক ,মারিয়া ,ফ্রেমা,প্রিয়া ,রেখা প্রমুখ| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের ছাত্র ছাত্রী,অবিভাবক বৃন্দ,কমিউনিটি নেতৃবৃন্দ ও স্থানীয় অনেক ইতালিয়ান প্রবাসী |

Category: Community Italy, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply