• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

কাদের মোল্লার শুনানি শেষ; রায় আসছে যেকোন দিন!

| জুলাই 23, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার শুনানি শেষ হয়েছে। কাদের মোল্লার সর্বোচ্চ সাজা হবে কি না-সে রায় আসবে যে কোনো দিন।

একাত্তরে যুদ্ধপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার সাড়ে ৫ মাসেরও বেশি সময় পর মঙ্গলবার সুপ্রিম কোর্টে এ মামলার আপিল শুনানি শেষ হয়। এরপর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারকের বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

শেষ দিন শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে কাদের মোল্লার কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল গ্রহণ করা যায় কি না, তা নিয়ে সাত অ্যামিকাস কিউরির বক্তব্য শোনা সোমবার শেষ হয়।

২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত এই বিচার প্রক্রিয়া শুরু হয়। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

রায়ে বলা হয়, এই জামায়াত নেতার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং একটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেননি।

ওই রায়ের পর কাদের মোল্লার সর্বোচ্চ সাজার দাবিতে সারাদেশে ঐ রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে সরকার আইন সংশোধন করে এবং প্রসিকিউশন ও আসামি- উভয় পক্ষই সুযোগ পায়।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply