• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সাংবাদিক পেটানোর মামলায় গ্রেফতার হলেন সাংসদ রনি!

| জুলাই 24, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ জামিন বাতিল হবার দুই ঘণ্টার মধ্যেই রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হল সাংসদ রনিকে। এর আগে বেলা দেড়টার দিকে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলীর আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আসামি রনিকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

বেসরকারি টেলিভিশন স্টেশন ইন্ডিপেনডেন্টের দুই সাংবাদিক শনিবার সংবাদ সংগ্রহ করতে রনির মেহেরবা প্লাজার অফিসে যান। এসময় রনির নেতৃত্বে তাদের পেটানো হয়। এ ঘটনায় শনিবার রাতেই রনির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে। শনিবার গভীর রাতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন রনি।

ইনডিপেনডেন্টের করা মামলায় রনি রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এরপর মামলার বাদি ইউনুস আলী তাকে টেলিফোনে হুমকি দেয়ার অভিযোগ এনে রনির বিরুদ্ধে থানায় একটি জিডি করেন এবং জামিন বাতিল চেয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন।

বুধবার রনির অনুপস্থিতিতেই হাকিম আদালতে জামিন বাতিলের আবেদনের শুনানি হয়।

 

 

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, রাজনীতি, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply