• ২২ বৈশাখ ,১৪৩১,05 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

‘রুশ ফেডারেশনের ইন্টারনেট পার্টি’ স্নোডেনের সাহায্যার্থে চাঁদা তুলছে

| জুলাই 24, 2013 | 0 Comments

 আন্তর্জাতিক: রাশিয়ার নতুন ‘রুশ ফেডারেশনের ইন্টারনেট পার্টি’ নামক রাজনৈতিক দল সিআইএ’র প্রাক্তন গুপ্তচর এডওয়ার্ড স্নোডেনকে আর্থিক সাহায্য দেওয়ার আবেদন করে প্রথম দিনেই ইন্টারনেটের মাধ্যমে প্রায় ৩ হাজার ডলার সংগ্রহ করেছে. ইন্টারফ্যাক্স সংবাদসংস্থা জানাচ্ছে, যে ঐ পার্টির সক্রিয় কর্মীরা আশঙ্কা করছে, যে স্নোডেনকে অনির্দিষ্টকাল ধরে ‘শেরেমেতেভা’য় আটকা পড়ে থাকতে হতে পারে এবং তার অর্থের প্রয়োজন হতে পারে.

       এর আগে রাশিয়ায় স্নোডেনের কৌসুঁলি আনাতোলি কুচেরেনা সাংবাদিকদের জানিয়েছেন, যে বুধবারই স্নোডেন ট্রানজিট জোনের ঘেরাটোপ থেকে মুক্তি পেতে পারে. আশা করা হচ্ছে, যে আজই রাশিয়ার রাষ্ট্রীয় অভিবাসন দফতর তার হাতে রাশিয়ায় বসবাস করার অধিকারসমৃদ্ধ আইনানুগ সংশানথি তুলে দেবে.//রেডিও রাশিয়া

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply