• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

২৫০ ব্যক্তিকে ভুয়া পাসপোর্ট ও ডকুমেন্ট সরবরাহের দ্বায়ে বৃটেনে সাত বাংলাদেশীর সাজা

| আগস্ট 4, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ভুয়া কাগজপত্র দিয়ে বৃটিশ পাসপোটের্র ব্যবস্থা করে দেয়ার দায়ে সাত বাংলাদেশীকে মোট ২০ বছরের সাজা দিয়েছে আদালত। শুক্রবার ম্যানচেস্টার ক্রাউনকোর্টে তাদের সাজা ঘোষণা করা হয়।

সাজাপ্রাপ্তরা প্রত্যেক অবৈধ অভিবাসীদের কাছ থেকে ১৪ হাজার পাউন্ড পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

হোম অফিসের অভিবাসন কর্মকর্তাদের ধারণা তারা ২৫০ ব্যক্তিকে ভুয়া পাসপোর্ট ও ডকুমেন্ট সরবরাহের মাধ্যমে বৃটেনে বসবাসের সুযোগ করে দিয়ে লাখ লাখ পাউন্ড আয় করেছেন। দোষী ব্যক্তিরা সবাই গ্রেটার মানচেষ্টার এলাকার বাসিন্দা।

বাংলাদেশী এই সাত জনের দল নেতা আতাউর রহমান তালুকদার মিফতা ট্রাভেল অ্যান্ড কার্গোর ম্যানচেস্টারের হাইড এলাকার অফিসে ২০১১ সালের জানুয়ারি মাসে তল্লাশি চালায় হোম অফিসের কর্মকর্তারা। সেখান থেকে তারা এক অবৈধ অভিবাসীর ১২ হাজার পাউন্ডসহ বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র উদ্ধার করে।

এ ঘটনায় আতাউর রহমান তালুকদারকে আট বছরের জেল দিয়েছে আদালত। এ ছাড়া তাকে সহযোগিতার জন্য তার তিনভাই ও ভগ্নিপতিকেও বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে হারুন মিয়া (২৬) তিন বছর, মোহাম্মদ হাবিবুর রহমান (৩২) সাড়ে চার বছর, লুত্ফুর রহমান (৪১) এক বছর, জুবের আহমদ (৪৫) এক বছর, মোহাম্মদ মতিউর রহমান (৪৪) আড়াই বছর এবং ওয়াহিদুর রহমানকে (৪৬) ছয় মাসের সাজার পাশাপাশি দেড় বছরের সাসপেন্ডেড জেল দেয়া হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply