• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রাশিয়ায় বন্যা: দূরপ্রাচ্যের ১২১টি জনপদ প্লাবিত

| আগস্ট 17, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার দূরপ্রাচ্যে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ওই অঞ্চলে নতুন করে আরো ৩টি জনপদ প্লাবিত হয়েছে এ নিয়ে বন্যাকবলিত জনপদের সংখ্যা গিয়ে ১২১ এ পৌঁছেছে। রাশিয়ার জরুরি সহায়তা মন্ত্রনালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রিয়া নোভাসতি এ খবর জানিয়েছে।

এর আগে প্রকাশিত সংবাদে জানা যায়, দূরপ্রাচ্যের প্রিমোর ও খাবারোবস্কীর ইহুদি অধ্যুষিত জনবসতি এলাকার অন্তত ১১৩টি জনপদ বন্যার পানিতে তলিয়ে গেছে। নির্ভোরযোগ্য সূত্র থেকে পাওয়া খবরে জানা যায়, এখন পর্যন্ত ৩২ হাজার ৬৭ জন মানুষ বন্যার কবলে পড়েছেন।

শনিবার মস্কো সময়ে ভোর ৭টার দিকে খবরে বলা হয়, আমুর অঞ্চলের ৯৪টি জনপদের অন্তত ৫ হাজার ঘরবাড়ি ও ৬৬টি সেতু বন্যার পানিতে তলিয়ে গেছে। দুর্গত এলাকগুলো থেকে ৬ হাজার শিশুসহ মোট ১৭ হাজার ৬৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply