• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মিশর পরিস্থিতিতে ইইউ’র জরুরি বৈঠক ডাকতে ফ্রান্স ও জার্মানির আহ্বান

| আগস্ট 17, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মিশরের চলমান গণহত্যা ও সঙ্কটজনক পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে সংস্থার দুই শক্তিশালী সদস্য ফ্রান্স ও জার্মানি।

আজ (শুক্রবার) কারফিউ উপেক্ষা করে দেশটিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করার পর ভয়াবহ রক্তপাতের আশঙ্কা ও কায়রোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনার জন্য দেশ দু’টি এ বৈঠক ডাকার আহ্বান জানায়।

এক যৌথ বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল মিশরের সঙ্গে সহযোগিতার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা বলেছেন।

দু’নেতা আরো বলেছেন, মিশরকে যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে। এ ছাড়া, মিশর ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন যাতে অভিন্ন অবস্থান নিতে পারে সেজন্য জোটের পররাষ্ট্রমন্ত্রীদেরকে আগামী সপ্তাহে জরুরি বৈঠকে বসার অনুরোধ করেছেন ওলাঁদ ও মারকেল। এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, মিশর পরিস্থিতি পর্যালোচনার জন্য জোটের ২৮ দেশের সিনিয়র কর্মকর্তারা সোমবার বৈঠকে বসবেন।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ইউরো-সংবাদ - German, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply