মুরসিকে আমেরিকা অপহরণ করেছে : প্রেসিডেন্ট মাদুরো
আন্তর্জাতিক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে আমেরিকা অপহরণ করেছে। তিনি মুরসিকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কায়রো থেকে ভেনিজুয়েলার রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি।
মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের যোগ্য উত্তরসুরি হিসেবে পরিচিত মাদুরো বলেন, প্রেসিডেন্ট মুরসিকে উতখাতের ঘটনায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল জড়িত।
তিনি বলেন, ‘মিশরে এক ভয়াবহ রক্তপাত আমরা দেখেছি; মুরসির বিরুদ্ধে যে অভ্যুত্থান হয়েছে তা অসাংবিধানিক। মুরসিকে অপহরণ করা হয়েছে এবং মিশরে যা কিছু ঘটছে তার জন্য দায়ী আমেরিকা।’
প্রেসিডেন্ট মাদুরো বলেন, বিশ্বব্যাপী আমেরিকার স্বার্থ আছে কিন্তু তার কোনো বন্ধু নেই; দেশটি সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়। তিনি মিশরে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে দেশটিতে অবিলম্বে সাংবিধানিক শৃঙ্ক্ষলা ফিরিয়ে আনার আহ্বান জানান।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ