মাদকের নেশা কেড়ে নিল বাবা মায়ের জীবন!
ইউরোবিডি২৪নিউজঃ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে নিহত পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের একমাত্র কন্যা ঐশী রহমান। এসবির পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাঁদের মেয়ে ঐশী রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। বাবা-মায়ের ঘাতক ঐশী স্বীকার করল হত্যাকাণ্ডের কথা। ১৬ বছর বয়সী ঐশী এতটাই বেপরোয়া ছিল যে পিতা মাহফুজুর রহমান বাধ্য হয়েছিলেন তার বাইরে যাওয়া বন্ধ করতে। ইয়াবা আসক্ত ঐশী তাই বন্ধুদের নিয়ে শোধ নিয়েছে বাবা-মায়ের ওপর।
পুলিশ সূত্র জানায়, ইংলিশ মিডিয়ামের ছাত্রী ঐশী কিছু বন্ধু-বান্ধবীর সাথে মিশে একেবারেই বখে যায়। ইয়াবা সেবন, বেলেল্লাপনা, গভীর রাতে বাসায় ফেরা, মা-বাবার সাথে দুর্ব্যবহার করা তার নিত্যদিনের আচরণে পরিণত হয়। বাবা-মা তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন। মাদক সেবনের টাকা দিতে না পারলেই বাবা-মায়ের সাথে খারাপ আচরণ এমনকি মারধর পর্যন্ত করত সে। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে রোজার আগে থেকে ঐশীর বাইরে বের হওয়া বন্ধ করে দেন পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান। এতে মায়েরও সায় ছিল। এতে আরো বেপরোয়া হয়ে যায় ঐশী। এসব কারণেই সে তার বাবা-মাকে খুন করে বন্ধুদের নিয়ে।
পুলিশ বাসার দুই দারোয়ান শাহীনুল ও মোতালেবকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে।বাসার দারোয়ান ও কেয়ারটেকার বলেছে, তারা ওই বাসা থেকে বাইরের কাউকে বের হয়ে যেতে বা ঢুকতে দেখেননি। বুধবার তারা ইন্সপেক্টর মাহফুজুর রহমানকে দেখেছে ও বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঐশী তার ভাই অহি ও কাজের মেয়ে সুমীকে নিয়ে বের হয়ে গেছে। দারোয়ান শাহীনুল বলেছে, রোজার আগে মাহফুজুর রহমান তাদের বলে দিয়েছেন ঐশী যাতে বাইরে যেতে না পারে। বৃহস্পতিবার সকালে যখন ঐশী তার ভাই ও কাজের মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় তখন দারোয়ান জানতে চেয়েছিল সে কোথায় যাচ্ছে। তখন সে বলেছে খালুর বাসায় যাচ্ছে।
গত বুধবার রাতে রাজধানীর চামেলীবাগের চামেলী ম্যানশন-২ এর ছয়তলার ৫-বি ফ্যাটের নিজ বাসায় খুন হন মাহফুজুর রহমান (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না রহমান (৪২)।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ