• ২০ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মাহফুজ দম্পতির খুনের কারণ রহস্যাবৃত; পাওয়া যাচ্ছেনা ইন্সপেক্টর মাহফুজের ল্যাপটপ!

| আগস্ট 23, 2013 | 0 Comments

মাহফুজ দম্পতির একমাত্র মেয়ে ঐশী

ইউরোবিডি২৪নিউজঃমাহফুজ দম্পতির খুনের কারণ এখনো রহস্যাবৃত। ঐশীর কোন স্পষ্ট বক্তব্য মিলছে না তাই বিভ্রান্ত হচ্ছেন গোয়েন্দা কর্মকর্তাগণ। ঐশীর বাবা ইন্সপেক্টর মাহফুজুর রহমান এসবির গুরুত্বপূর্ণ রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন। রাজনৈতিক ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়েই ছিল তার কাজ। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যক্তিগত নথিও ছিল ইন্সপেক্টর মাহফুজের কাছে। সূত্র জানায়, মাহফুজুর রহমান একটি ল্যাপটপ ব্যবহার করতেন। ওই ল্যাপটপটি কোথায় সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, ওই বাসা থেকে জব্দ তালিকায় যেসব জিনিস রয়েছে তার মধ্যে ল্যাপটপটি ছিল না। বাসায় কোনো ল্যাপটপ পাওয়া যায়নি বলে জানা যায়। প্রশ্ন জেগেছে মাহফুজের ব্যবহৃত ল্যাপটপটি কোথায়? ওই ল্যাপটপে কী ছিল? তদন্তকারীরা এখন পর্যন্ত ওই দিকে কোনো তথ্য উদঘাটনের চেষ্টাই করেননি। তদন্ত শুধু ঐশীকে ঘিরেই চলছে। ঐশীর বাইরে আরো যেকোনো কারণ থাকতে পারে তা একেবারেই হিসেবে নিচ্ছেন না তদন্ত সংশ্লিষ্টরা। ল্যাপটপটি হারিয়ে যাওয়ার পেছনে কারো হাত রয়েছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে একটি সূত্র জানায়।

বাবা-মাকে খুন করে এখনো অনুতপ্ত নয় ঐশী। জিজ্ঞাসাবাদে প্রথম দিনের মতোই এখনো নির্বিকার সে। ইচ্ছে হলে গোয়েন্দাদের প্রশ্নের জবাব দিচ্ছে, ইচ্ছে না হলে চুপ থাকছে। গোয়েন্দাদের বিভ্রান্তও করছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঐশী যে দুই বন্ধুর কথা গোয়েন্দাদের জানিয়েছে তাদের মধ্যে একজনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরজনেরও নাম-পরিচয় অস্পষ্ট। গোয়েন্দাদের ধারণা তাদের বিভ্রান্ত করতেই কাল্পনিক ওই বন্ধুদের নাম বলেছে ঐশী। তাদের মধ্যে একজন জনির অস্পষ্ট নাম পরিচয় জানা গেছে। আর সাইদুলের কোনো অস্তিত্বই মিলছে না। ওই কর্মকর্তা বলেছেন, হয়তো বিভ্রান্ত করতে এমন কাল্পনিক বন্ধু সাজিয়েছে ঐশী। যার অস্পষ্ট নাম-পরিচয় জানা গেছে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃত রনির কাছ থেকে খুনের ব্যাপারে কোনো তথ্যই পায়নি তদন্ত কর্মকর্তারা।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply