• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে হাফিজ নাহিম উদ্দিন সংবর্ধিত।

| আগস্ট 23, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

এনায়েত সোহেল :

বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি ইউকের  সাবেক সভাপতি  ও কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাষ্টের  সভাপতি হাফিজ মাওলানা নাজিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সের প্যারিসস্থ বিয়ানীবাজার  উপজেলা সমাজ কল্যান সমিতি  প্যারিসের গার দু নর্ডের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ সংবর্ধনা  প্রদান করা হয়।

আয়োজিত  সংবর্ধনা অনুষ্টানে  সমিতির সভাপতি আমিনুর রসিদ টিপুর সভাপতিত্বে সাংবাদিক এনায়েত সোহেলের পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মির্জা সফিকুল ইসলাম। এ সময়  সংবর্ধিত অতিথি ছাড়া ও বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সুনাম উদ্দিন খালেক,ইয়ৎ ক্লার ফ্রান্সে সাংগঠনিক সম্পাদক হেনু মিয়া,কমিউনিটি ব্যাক্তিত্ব সেলিম উদ্দিন,চ্যানেল এস টেলিভিশন ও চ্যানেল একাত্তরের ইউরোপীয়ান  প্রতিনিধি সাংবাদিক নুরুল ওয়াহিদ  সহ ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী সংবাদ কর্মীরা ।এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাজী জায়েদ,মিজানুর রহমান,মস্তাক আহমদ,আব্দুল অদুদ,জুয়েল আহমদ,বাবর মিয়া,জালাল আহমদ,আব্দুস সহিদ প্রমুখ।

অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীদের ঐক্যতা কমিউনিটিকে শক্তিশালি করে। আর কমিউনিটি শক্তিশালি হলে দেশ ও সমাজের উন্নয়ন করা সহজ হয়। তাই কমিউনিটিকে সকল আঞ্চলিকতার উর্ধে রেখে এক সাথে সামনের দিকে নিয়ে যেথে হবে। অনুষ্ঠান শেষে মোনাজাত করা হয়।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply