• ২০ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার লাভ বাংলাদেশের

| আগস্ট 23, 2013 | 0 Comments

ইউরো সংবাদ

দেবেশ বড়ুয়া, প্যারিস :

 শিক্ষা ক্ষেত্রে অসমান্য সাফল্যের জন্য ইউনেস্কো লিটারেসি প্রোগ্রাম ২০১৩ জিতেছে বাংলাদেশ।  বুধবার প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ইরিনা বোকবা এ ঘোষনা দেন। বাংলাদেশের পক্ষে এ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে ঢাকার আহসানিয়া মিশন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের অংশ হিসেবে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে নগদ ২০০০০ ডলার, একটি পদক ও একটি সার্টিফিকেট দেয়া হবে।

ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ইরিনা বোকবা জানান, ঢাকার আহসানিয়া মিশন বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে বিশেষ করে  গ্রামীন বয়স্ক  ও নারী শিক্ষা, মানব উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে ব্যাপক সাফল্যের জন্য ইউনেস্কো লিটারেসি প্রোগ্রাম ২০১৩ জিতেছে বাংলাদেশের এই এনজিও।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, দেশের খবর, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply