রাশিয়ায় বন্যা:২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে
আন্তর্জাতিক: রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আমুর অঞ্চল, খাবারভস্ক শহর ও ইহুদি স্বায়ত্বশাসিত অঞ্চলের ১২৫টি জনপদের সাড়ে ৬ হাজারেরও অধিক বাড়ীঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যা দূর্গত এলাকা থেকে ২০ হাজেরেরও অধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
আজ ভোরে খাবারভস্কে আমুর নদীতে পানির উচ্চতা ৭৩১ সেন্টিমিটারে পৌঁছেছে। গত ১০০ বছরের মধ্যে আমুর নদীর পানি বৃদ্ধি পাওয়ার এটি একটি রেকর্ড সৃষ্টি করেছে। তবে আমুর অঞ্চলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু এখনো অনেক বাড়ীঘর বন্যার পানিতে তলিয়ে রয়েছে।
দূরপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ