জাতিসংঘ সদর দফতরেও আড়ি পাততে বাকি রাখেনি আমেরিকা
আন্তর্জাতিক: আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরেও আড়ি পেতেছে। জার্মান সাপ্তাহিক ‘ডার স্পেইগেল’ এ খবর দিয়েছে।
সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে জার্মান সাপ্তাহিকটি। এ ছাড়া, অন্যান্য দেশ ও সংস্থার বিরুদ্ধেও আমেরিকা নিয়মিত আড়ি পেতেছে বলে জানিয়েছে ‘ডার স্পেইগেল ।’
এ খবরে বলা হয়েছে- গত বছরের গ্রীষ্মকালে এনএসএ’র বিশেষজ্ঞরা জাতিসংঘের ভিডিও কনফারেন্স সংক্রান্ত গোপন সংকেতগুলো হ্যাক করে। স্নোডেনের ফাঁস করা একটি নথির বরাত দিয়ে প্রকাশিত এ খবরে আরো বলা হয়, এর তিন সপ্তাহের মধ্যেই আমেরিকার গুপ্ত সংকেত ভেদ করে আড়ি পেতে ধারণ করা যোগাযোগ সংক্রান্ত তথ্য ১২ থেকে বেড়ে ৪৫৮-এ পৌঁছে যায়।
এর আগে গত মাসে খবর বেরিয়েছিল, মার্কিন সরকার দেশটিতে অবস্থিত ইউরোপীয় দেশগুলোর মিশনগুলোতে গোপনে আড়ি পেতেছে। এ নিয়ে ফ্রান্সসহ একাধিক ইউরোপীয় দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়।
জাতিসংঘের যে সব দফতরের বিরুদ্ধে এভাবে আড়ি পাতা হয়েছে তার মধ্যে ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও (আইএইএ) রয়েছে বলে উল্লেখ করেছে ‘ডার স্পেইগেল ।’
এ ছাড়া, এনএসএ’র অভ্যন্তরীণ নথিপত্র থেকে দেখা গেছে, গত বছরের শরতকালে নিউ ইয়র্কের একটি নতুন কক্ষে স্থানান্তরের পর ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসেও আড়ি পেতেছে মার্কিন সরকার।
স্নোডেনের ফাঁস করা নথিপত্রে দেখা যায়- এতে ইউরোপীয় মিশনের ভবন, আইটি অবকাঠামো এবং সার্ভারের নীল নকশা রয়েছে। এ সব নথিপত্র থেকে আরো জানা গেছে, ‘স্পেশাল কালেকশন সার্ভিস’ নামে পরিচিত একটি কর্মসূচির আওতায় এনএসএ বিশ্বব্যাপী ৮০টির বেশি দূতাবাস এবং কনস্যুলেটে আড়ি পেতেছে।
আড়ি পাতার এ ততপরতা গভীরভাবে চালানো হয়েছে এবং এ প্রক্রিয়াটি অত্যন্ত সুসংগঠিত ছিল। এর সঙ্গে তথাকথিত সন্ত্রাসী হামলা প্রতিহত সংক্রান্ত ততপরতার কোনো যোগসূত্র নেই বলে উল্লেখ করেছে ‘ডার স্পেইগেল’।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ