মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রকাশ্যে মিথ্যা বলেন: রুশ প্রেসিডেন্ট পুতিন
ইউরো সংবাদ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে ‘প্রকাশ্যে মিথ্যা’ কথা বলেছেন তারা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর আগে এ কথা বলেছেন পুতিন। তিনি বলেন, ‘এ বিষয়টি মোটেও আমার জন্য সুখকর নয়। রাশিয়া যখন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তখন মস্কো ধরে নেয় তারা ভাল মানুষ; কিন্তু তিনি (জন কেরি) প্রকাশ্যে মিথ্যা কথা বলেছেন।’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র বিদ্রোহীদের বিষয়ে কেরির বক্তব্য প্রসঙ্গে এ কথা বলেন পুতিন। জন কেরি সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার ব্যাপারে মার্কিন সিনেট কমিটির সমর্থন আদায়ের বৈঠকে দাবি করেন, সিরিয়ায় আল-কায়েদা গোষ্ঠীর ততপরতা নেই। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের গোয়েন্দা সংস্থাগুলোর বক্তব্যের সঙ্গে কেরির এ বক্তব্যের মিল নেই।
এসব গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট অনেক বেশি সংঘবদ্ধ এবং প্রশিক্ষিত।
এ ছাড়া, গত মাসে দামেস্কের উপকণ্ঠে চালানো রাসায়নিক হামলার সঙ্গে সিরিয়া সরকার জড়িত বলে মার্কিন প্রশাসন যে দাবি করছে তার স্বপক্ষেও কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেনি ওয়াশিংটন।
Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ