• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

যুদ্ধের পক্ষে ভোট না দেয়ায় ব্রিটিশ টোরি দলের এমপি বহিষ্কার

| সেপ্টেম্বর 6, 2013 | 0 Comments

ইউরো সংবাদ : সিরিয়ায় সামরিক হামলা চালানোর পক্ষে ভোট না দেয়ায় ব্রিটেনের রক্ষণশীল টোরি দলের এমপি জেসে নরম্যানকে বহিষ্কার করা হয়েছে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একজন উপদেষ্টা ছিলেন।

 গত সপ্তাহে সিরিয়ায় হামলার ওপর ব্রিটেনের সংসদে বিতর্ক শেষে ভোটাভুটি হয় এবং তাতে সরকারের আনা যুদ্ধ-প্রস্তাব বাতিল হয়ে যায়।

 নরম্যানকে বহিষ্কার করার পর ডাউনিং স্ট্রিট দুঃখ প্রকাশ করে বলেছে, তিনি ছিলেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নীতি-নির্ধারকদের একজন। তবে, সরকারের পক্ষে ভোট না দেয়ার কোনো সুযোগ তার ছিল না। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বলছে- যখন কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর হাত দিয়ে কোনো পদে নিযুক্ত হন তখন গুরুত্বপূর্ণ ইস্যুতে আশা করা হয়- তিনি সরকারকে সমর্থন দেবেন।

 ব্রিটিশ সরকার পরিচালিত গণমাধ্যম বিবিসি ডাউনিং স্ট্রিট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নরম্যান নীতি-নির্ধারণী বোর্ডে বেশকিছু কাজ খুব ভালো করেছেন কিন্তু সিরিয়া ইস্যুতে সরকারকে সমর্থন না করায় তিনি তার পদ হারিয়েছেন।

 সিরিয়া ইস্যুতে ব্রিটিশ সংসদের ভোটাভুটিতে রক্ষণশীল দলের ৩০ জন এবং লিবারেল ডেমোক্রেটিক দলের নয়জন যুদ্ধ-প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন। লেবার দলের এমপিরাও যুদ্ধের বিরোধিতা করেন। শেষ পর্যন্ত ক্যামরনের আনা প্রস্তাব ১৩ ভোটের ব্যবধানে বাতিল হয়ে যায়।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply