• ১৬ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

দুই নেত্রীকে সংলাপের জন্য উদ্বুদ্ধ করবে ইইউ

| সেপ্টেম্বর 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে দুইদলকেই সংলাপের পরামর্শ দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপরসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে দুইদলেরই সংলাপে বসা উচিত। আমরা দুইদলকে সংলাপে বসার জন্য উৎসাহিত করব। আশাকরি আলাপ-আলোচনার মাধ্যমে তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি গ্রহনযোগ্য সমাধান বের করতে পারবে। তিনি বলেন, আমরা আগেও বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষন করেছি। পাকিস্তানসহ বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষন করেছি। একইভাবে বাংলাদেশে আগামী ১০ম নির্বাচনও পর্যবেক্ষণ করতে চাই। উইলিয়াম হান্না বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন চায় বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকুক। কিন্তু তার জন্য প্রয়োজন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতা। সরকার দলের সঙ্গে বৈঠকের এ প্রসঙ্গে তাদের মনোভাব জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে সবাইকে ইতিবাচক মনে হয়েছে। বাংলাদেশে মানুষ নির্বাচন চায়। আরেক প্রশ্নের জবাবে প্রভাবশালী এ কূটনীতিক বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকুক এটাই আমরা চাই।

বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা নির্বাচনের কারিগরি দিক নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান।

Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, দেশের খবর, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply