টাইটানিককেও ছাড়িয়ে গেল ‘নিঃস্বার্থ ভালোবাসা’!
ইউরোবিডি২৪নিউজঃ বাংলাদেশের ছবি সাধারন আই এম ডি বি রেটিং এ নির্বাচিত হয়না। কিন্তু যখন এটা অনন্ত জলিল এর ছবি তখন স্বভাবতই বলা যায়, অসম্ভব কে সম্ভব করাই অনন্তের কাজ।
অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি বর্তমানে বাংলাদেশের বক্স অফিস কাপিয়ে আই এম ডিবি রেটিং এ স্কোর করেছে ৮.৪।
এমনকি রেটিংএ এটি সর্বকালের জনপ্রিয় সিনেমা টাইটানিককেও ছাড়িয়ে গেছে। টাইটানিকের পয়েন্ট ছিল 7.6।
রোমান্টিক ও একশনধর্মী এই ছবিটি মুক্তি পায় ৮ ই অগাস্ট ।যা আন্তর্জাতিক মানের যে কোন ছবির সাথে তুলনাযোগ্য।
বর্ষা অন্ধভাবে ভালোবাসেন অনন্তকে। একজন আরেকজনকে ছাড়া অন্য কিছু ভাবতেপারেন না। কিন্তু ঘটনাচক্রে তাদের মধ্যে তৈরি হয় বাঁধার দেওয়াল। তাই প্রয়োজন পড়ে প্রমাণ করার, কার ভালেবাসা নিঃস্বার্থ? এই গল্প নিয়েই ছবি ‘নিঃস্বার্থ ভালোবাসা’।
ছবিটির জমকালো মহরত অনুষ্ঠিত হয়েছে এফডিসির মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোরে।
গত ১২ ফেব্রুয়ারি থেকে একটানা চলছে ছবিটির শুটিং। বর্ষা ও অনন্ত ছাড়াও ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন নায়করাজ রাজ্জাক, সুচরিতা, বাপ্পারাজ, মাহমুদ সাজ্জাদ, ইলিয়াস কোবরা, কাবিলা, মিশা সওদাগর । পরিচালক এমএ জলিল অনন্ত ’রকাহিনী ও সংলাপ এবং ছটকু আহমেদের চিত্রনাট্যে ছবিটির দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। মনসুন ফিল্মসের পঞ্চম প্রযোজনা ‘নিঃস্বার্থ ভালবাসা’র সংগীত পরিচালনা করছেন ইমন সাহা, শওকত আলী ও দূরবীন এন্টারপ্রাইজ। গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, জাহিদ আকবর ও এমএ জলিল অনন্ত। গানে কণ্ঠ দিয়েছেন মুম্বইয়ের শান, কৈলাশ খের, মুম্বই ভাইকিংস এবং বাংলাদেশের এসআই টুটুল ও সামিনা চৌধুরী।অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো ‘ঢাকার পোলা’, ‘যমুনার জল’, ‘এ হূদয়’, ‘শোনরে হৃদয়হীনা’, ‘সাজনা’, ‘স্বপ্ন স্বপ্ন’ ও ‘ড্যান্স বেবি ময়না’।
ছবিটি বর্তমানে স্টার সিনেপ্লেক্স, বলাকা ,ব্লক বাস্টার সিনেমাসহ দেশের আরো কয়েকটি হলে প্রদর্শিত হচ্ছে।
Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, বিনোদন