• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

শীর্ষ তালেবান নেতাকে মুক্তি দিতে যাচ্ছে পাকিস্তান সরকার!

| সেপ্টেম্বর 12, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ শীর্ষ তালিবান নেতাকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান সরকার। তালিবান জঙ্গিদের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড মোল্লা আব্দুল ঘানি বারাদারকে মুক্তি দিতে চলেছে দেশটি।

 পাকিস্তানের বিদেশনীতির প্রধান উপদেষ্টা সারতাজ আজিজ জানিয়েছেন চলতি মাসেই মোল্লা বারাদারকে মুক্তি দেওয়ার হতে পারে। তবে পাকিস্তান এ তালেবান নেতাকে আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে না বলেও তিনি জানান।

এদিকে আগামী বছরই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাটো। এই পরিস্থিতিতে মোল্লা বারাদারের মতো শীর্ষ নেতার সঙ্গে আলোচনা আফগান শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা নেবে বলে মনে করছে কাবুল। পাক প্রধামমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ নীতি বিষয়ক প্রধান উপদেষ্টা সারতাজ আজিজ মঙ্গলবার মোল্লা বারদারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন।

তালিবান নেতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত মোল্লা আব্দুল ঘানি।  মোল্লা ওমরের দেওয়া বারাদার ছদ্মনামেই  বেশি পরিচিত। ২০১০ সালে পাকিস্তানে গ্রেফতার হন মোল্লা বারাদার। আফগান সরকারে মতে মোল্লা ওমরসহ অন্য তালিবান নেতাদের সঙ্গে আলোচনায় তারা মোল্লা বারাদারের থেকে সাহায্য পেতে পারেন। তবে এই মুহূর্তে আফগান প্রশাসনের হাতে তুলে দিচ্ছে না ইসলামাবাদ।

এর আগে গত শনিবারও বেশ কয়েকজন তালিবান নেতাকে মুক্তি দেয় পাকিস্তান। তাতেও আফগানিস্তানের হাতে তুলে দাওয়া হয়নি। আফগান সরকারের আশঙ্কা এই নেতারা আদিবাসী অধ্যুসিত এলাকায় ফিরে গিয়ে ফের সস্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করতে পারে। যদিও সেই দাবিকে নস্যাত করেছে ইসলামাবাদ।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply