• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

যৌন নিপীড়নের ঘটনায় ব্রিটিশ ডেপুটি স্পিকারের পদত্যাগ!

| সেপ্টেম্বর 12, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ যৌন নিপীড়ন চালানোর অভিযোগে ব্রিটিশ ডেপুটি স্পিকার ও পার্লামেন্ট সদস্য নাইজেল ইভানস পদত্যাগ করেছেন। বুধবার ক্রাউন প্রসিকিউশন সার্ভিসেসে তার বিরুদ্ধে ধর্ষণ ও সাত জন পুরুষের ওপর যৌন নির্যাতনের আটটি অভিযোগ দায়ের করার পর তিনি পদত্যাগ করেন।

এ সম্পর্কে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কর্মকর্তা কেইর স্টারমার বলেন, ‘লাঙ্কাশায়ার পুলিশের তদন্ত সাপেক্ষে এমপি নাইজেল ইভানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি তৎপরতা চালানোর জন্য আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

তবে নাইজেল ডেপুটি স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা পর বলেন, আমি নির্দোষ এবং তা প্রমাণের জন্য আমি আইনি লড়াই চালিয়ে যাবো।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির অন্যতম সদস্য নাইজেলের বিরুদ্ধে ব্রিটেনের বিভিন্ন আদালতে সব মিলিয়ে আটটি অভিযোগ দায়ের করেছে ক্রাউন প্রসিকিউটর সার্ভিস। তার বিরুদ্ধে দুটি অশোভন আচরণ, পাঁচটি যৌন হয়রানি এবং একটি ধর্ষণসহ সব মিলিয়ে আটটি অভিযোগ গঠন করা হয়েছে। তিনি ২০০২ থেকে ২০১৩ সালের মধ্যে এসব অপরাধ করেন।

৫৫ বছর বয়সী নাইজাল ২০১০ সাল থেকে ব্রিটিশ পার্লামেন্টর ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর পার্লামেন্ট সদস্য রয়েছেন ১৯৯২ সাল থেকে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply