• ১৬ বৈশাখ ,১৪৩১,29 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

দিল্লীর ধর্ষিতা পেল সুবিচার; ধর্ষকদের ফাঁসি দিল আদালত

| সেপ্টেম্বর 13, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ দিল্লির চলন্ত বাসে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত চার আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে দ্রুত বিচার আদালত।শুক্রবার ভারতের দ্রুত বিচার আদালত এই সাজার রায় ঘোষণা করে।

গত ১০ সেপ্টেম্বর এই আদালত আসামি বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে।বাকি পাঁচ জনের মধ্যে নাবালক অভিযুক্তকে তিন বছরের জন্য বিশেষ সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রাম সিং নামে আরেক অভিযুক্ত হাজতেই আত্মহত্যা করে।

বিচারক যোগেশ খান্না বলেন, এই মামলা একেবারেই ব্যাতিক্রমী। আসামীরা ওই ছাত্রীর ওপর একেবারে শেষ পর্যন্ত নির্যাতন চালায়। সর্বোচ্চ সাজা তাদের প্রাপ্য।

গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী মেডিকেলের ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাহসের পরিচয় দেওয়ায় ভারতের গণমাধ্যম ওই ছাত্রীকে ‘নির্ভয়া’ নামে অভিহিত করে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply