এবার বাজেট সঙ্কটে চাকরিচ্যুত হচ্ছে ৩ হাজার ব্রিটিশ সেনা
ইউরো সংবাদ: এবার বাজেট সঙ্কটের কারণে তিন হাজার ব্রিটিশ সেনাকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার। দেশে বেকারত্বের হার বেড়ে যাওয়াসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় আগামী জানুয়ারিতে ‘অতিরিক্ত’ সেনা সদস্যদের চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে আজ খবর বেরিয়েছে।
দেশটির ক্ষমতাসীন জোট সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে শীর্ষস্থানীয় সেনা সদস্যরা। সশস্ত্রবাহিনীর গোপন নথির উদ্ধৃতি দিয়ে টাইমস পত্রিকা এ খবর উল্লেখ করেছে।
এছাড়া, চলতি দশকের শেষ নাগাদ দেশটির সেনা সংখ্যা ১ লাখ ২ হাজার থেকে কমিয়ে ৮২ হাজার করার পরিকল্পনা নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে, সামনে ‘কঠিন সিদ্ধান্ত’ অপেক্ষা করছে।
গত জুলাইয়ে সশস্ত্র বাহিনীর বাহুল্য ছাঁটাইকরণ গ্রুপ জানায়, আড়াই থেকে তিন হাজার অতিরিক্ত সদস্যকে চাকরিচ্যুত করা হতে পারে। তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক সেনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
এদিকে, সেনাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে চাকরিচ্যুত করায় জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে এবং মন্দা মোকাবেলায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ব্যয় সঙ্কোচন পদক্ষেপ বাস্তবায়ন আরো কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ