চাঁদ দেখা গেছে : ১৬ অক্টোবর বুধবার পবিত্র ঈদুল আজহা
দেশের খবর: জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৬ অক্টোবর সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয় ঠাকুরগাঁও ও গাইবান্ধার আকাশে গতকাল চাঁদ দেখা গেছে। আকাশ মেঘলা থাকায় দেশের আর কোনো জেলায় চাঁদ দেখা যায়নি বলে জানান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। সভায় এ সময় উপস্থিত ছিলেন, আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর ড. একেএম ইয়াকুব হোসেন ও বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহ বাকি প্রমুখ।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে ১৫, ১৬ ও ১৭ অক্টোবর সরকারি ছুটি থাকবে। ১৪ অক্টোবর বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে। ১৮ ও ১৯ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যত ১৪ অক্টোবর সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ৬ দিন সরকারি ছুটি থাকবে। যারা ১৩ অক্টোবর রোববার একদিন ছুটি ম্যানেজ করতে পারবেন তাদের অনেকেই ১০ অক্টোবর বৃহস্পতিবার অফিস করেই বাড়িমুখো হবেন। তারা সর্বোচ্চ ৯ দিন ছুটি কাটাতে পারবেন।