• ২০ কার্তিক ,১৪৩১,04 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন আজ

| অক্টোবর 10, 2013 | 0 Comments

দেশের খবর: যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার আজ উদ্বোধন হতে যাচ্ছে। বেসরকারি বিনিয়োগে নির্মিত দেশের বৃহত্তম এই ফ্লাইওভার বেলা সোয়া চারটায় গুলিস্তানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ফ্লাইওভার উদ্বোধনের আগে সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী দক্ষিণ ঢাকার নগর ভবন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দেবেন। পরে সাড়ে চারটায় সেতুর ওপর জনসমাবেশ হবে। চার লেনবিশিষ্ট এই উড়ালসড়কে ছয়টি প্রবেশ ও সাতটি বেরোনোর পথসহ মোট ১৩টি ওঠা-নামার পথ (র‌্যাম্প) রয়েছে। তবে তিনটি র‌্যাম্পের কাজ এখনও শেষ হয়নি। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, গুলিস্তান, পলাশী, মতিঝিল ও শনির আখড়া পর্যন্ত পথ খুলে দেয়া হবে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডের জনপথের কিছু কাজ বাকি আছে। আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যেই এসব কাজ শেষ হবে।

বৃহত্তম ও আধুনিক এই উড়ালসড়ক রাজধানীর শনির আখড়া থেকে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টিকাটুলি, গুলিস্তান হয়ে নিমতলী পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ। তবে এখন উদ্বোধন হচ্ছে গুলিস্তান পর্যন্ত। এটি চালু হলে রাজধানীর এসব এলাকা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চলীয় এবং উত্তর-পূর্বাঞ্চলীয় ৩০টি জেলার যাতায়াতে বাড়তি সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে যানজট কমে যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এর নির্মাণে ব্যয় দাঁড়িয়েছে দুই হাজার ১০৮ কোটি টাকা। তবে এতে সরকারের কোন অর্থ ব্যয় হয়নি।

Category: 1stpage, দেশের খবর, ব্রেকিং নিউজ

About the Author ()

Leave a Reply