ছেলেকে দেখতে মস্কোয় স্নোডেনের বাবা
আন্তর্জাতিক:যুক্তরাষ্ট্র সরকারের গোপন নজরদারি সম্পর্কিত তথ্য ফাঁসকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে দেখতে তাঁর বাবা লন স্নোডেন মস্কো এসেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময়ে ভোর ৮টার দিকে লন স্নোডেনকে বহনকারী বিমানটি শেরমেতোভা বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে সাংবাদিকদের কাছে দেওয়া এক তাৎক্ষনিক বিবৃতিতে স্নোডেনের বাবা বলেন, আমি আস্থা নিয়ে বলতে পারছি না যে, আমার ছেলে আবারো যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারবে। তিনি আরো বলেন, আমি রুশ আইনজিবী আনাতোলি কুরচেনকোর আমন্ত্রণে মস্কো এসেছি যিনি আমার ছেলের পক্ষে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন এবং তাঁর প্রতি আমি অনেক কৃতজ্ঞ।
স্নোডেনের বাবা আরো বলেন, আমি আইনি বিষয় নিয়ে কথা বলতে চাই না, এক্ষেত্রে কুরচেনকোর প্র্তি আমার অগাদ বিশ্বাষ রয়েছে। আমি চাই যেন আমার ছেলে নিরাপদে থাকে এবং নিজেকে স্বাধীন বলে মনে করে।
এদিকে নিজের দেওয়া বক্তব্যে আনাতোলি কুরচেনকো বলেন, স্নোডেনের বাবা দীর্ঘপথ পাড়ি দিয়ে প্রখমবারের মত রাশিয়া এসেছেন। তাই অতিথির এখন বিশ্রামের প্রয়োজন। তবে আজই স্নোডেনের বাবাকে নিয়ে এক সংবাদ সম্মেলন আয়োজনের করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই রুশ আইনজিবী।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ