• ২০ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইরান সফরে আসছে জার্মান এবং ইইউ সংসদীয় প্রতিনিধিদল

| অক্টোবর 10, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে আসছে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের একটি সংসদীয় প্রতিনিধিদল।

 ইরানের সংসদ সদস্য হোসেইন সোবহানি-নিয়া আজ (বৃহস্পতিবার) জানান, চলতি অক্টোবর মাসের মাঝামাঝি অথবা নভেম্বর মাসের প্রথম দিকে প্রতিনিধিদলটি এ সফর করবে।

 এর আগে, ইহুদিবাদী ইসরাইলপন্থী কয়েকটি গ্রুপের চাপ সত্ত্বেও ২০১২ সালের অক্টোবর মাসে চার সদস্যের একটি জার্মান প্রতিনিধিদল ছয়দিনের সফরে ইরানে এসেছিল। ওই সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন ইরানি বংশোদ্ভূত জার্মানির মধ্য-ডানপন্থী দলের সংসদ সদস্য বিজান জির সারাই। দলে ছিলেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের থমাস ফিস্ট, বিরোধী সোশ্যাল ডেমোক্র্যাটস দলের অ্যাঞ্জেলিকা গ্রাফ এবং গ্রিন পার্টির উপপ্রধান কারস্টিন মুলার।

 সে সময় প্রতিনিধিদল ইরানের সঙ্গে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সংসদীয় সম্পর্ক প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply