• ২০ কার্তিক ,১৪৩১,04 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নাজমা আক্তারের বার্লিন জয়

| অক্টোবর 13, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: বার্লিন থেকে ‘বর্ষসেরা নারী নেত্রী’-র পুরস্কার নিলেন নাজমা আক্তার৷ তৈরি পোশাক শিল্পের কর্মী হিসেবে কর্মজীবন শুরু করা বাংলাদেশের এই নারীর হাতে পুরস্কার তুলে দেয়ার অনুষ্ঠানে উপস্থিত সবার পক্ষেই আবেগ সামলানো খুব কঠিন ছিল৷

বৃহস্পতিবার বার্লিনে ‘আস্ত্রাইয়া ফিমেল লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৩’-এর ট্রফি হাতে তুলে নেয়ার পর একটা সময় পর্যন্ত কথা বলতেই কষ্ট হচ্ছিল নাজমা আক্তারের৷ আনুষ্ঠানিক বক্তব্যকে ছাপিয়ে উঠে আসছিল ১১ বছর বয়সে মায়ের হাত ধরে পোশাক শিল্পশ্রমিক হিসেবে কাজ শুরু করার স্মৃতি৷

মাস শেষে মাত্র ২৫০ টাকা পাওয়ার জন্য অস্বাস্থ্যকর, অনিরাপদ পরিবেশে হাড়ভাঙা খাটুনি এখনো অবশ্য স্মৃতি হয়ে যায়নি৷ সেই কষ্ট এখনো আছে প্রতিটি শ্রমিকের জীবনে৷

নাজমার বয়স বেড়েছে, বাংলাদেশের পোশাক শিল্প এগিয়েছে অনেক, কারখানা বেড়েছে অনেক, রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে শ্রমিকের রক্ত-ঘাম-জীবনের বিনিময়ে পাওয়া লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা, কিন্তু শ্রমিকদের সব চাহিদার ‘ন্যূনতম’ দাবিগুলো এখনো তো পূরণ হয়নি! বার্লিনের বিএমডব্লিউ কার্যালয়ের নীচতলায় সেই কথাগুলোই বলেছেন নাজমা আক্তার৷ বলতে বলতে কেঁদেছেন, জার্মানির বড় বড় তারকাদেরও ছুঁয়ে গেছে তাঁর আবেগ৷

আস্ত্রাইয়ার পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ইয়ুটা ক্লাইনশ্মিট, জার্মানির নারী বিষয়ক ম্যাগাজিন ‘ইমোশন’-এর চিফ এডিটর ডরোটে ব়্যোরিশ এবং পুরস্কারের স্পন্সর বিএমডব্লিউ বার্লিনের বিপণন বিভাগের পরিচালক হান্স রাইনার শ্র্যোডার-এর বক্তব্যেও তাই একটু বেশি জোরালো হয়েছে বাংলাদেশের পোশাক শিল্পের নারী শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশের দাবি৷

আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত জার্মানির বেশ কয়েকজন মডেল, অভিনেত্রী, ক্রীড়াবিদ এবং টেলিভিশন উপস্থাপিকার উপস্থিতিতে উজ্জ্বল এ অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন নাজমা আক্তার৷

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German

About the Author ()

Leave a Reply