• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ঈদ কার্ড বিনিময় করলেন হাসিনা-খালেদা

| অক্টোবর 13, 2013 | 0 Comments

দেশের খবর: গতানুগতিক ধারায় ঈদ কার্ডের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

গতকাল রোববার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই নেত্রীর প্রেরিত বাহকদের মাধ্যমে এ ঈদ কার্ডের শুভেচ্ছা বিনিময় হয়। তবে আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট সঙ্কট কাটাতে দেশি-বিদেশি প্রায় সব মহল থেকেই দুই নেত্রীর মধ্যে সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে তাগিদ দেয়ার পরও কোনো সংলাপ না হওয়ায় দেশবাসী অনেকটা হতাশ। এ অবস্থায় গতানুগতিক ধারায় এ ঈদ কার্ডের শুভেচ্ছা বিনিময়কে খুব বেশি গুরুত্বের সঙ্গে না দেখলেও এটা একটা প্রত্যাশার দিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গতকাল বেলা একটার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (উপ-সচিব) শেখ আখতার হোসেন শেখ হাসিনার  শুভেচ্ছা কার্ড জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেন। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামান ওই ঈদ কার্ড গ্রহণ করেন বলে খবরের সত্যতা নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার। এরপর বেলা দেড়টার দিকে সুরাতুজ্জামান বিরোধীদলীয় নেতার ঈদ কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (উপ-সচিব) শেখ আখতার হোসেন এ ঈদ কার্ড গ্রহণ করেন।

Category: 1stpage, দেশের খবর, ব্রেকিং নিউজ

About the Author ()

Leave a Reply