প্যারিসে দুর্গা পূজা উদযাপন
আবু তাহির,ফ্রান্সঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের পখত দো লা ভিলেতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও সার্বজনীন পূজা কমিটিগুল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।এবার প্যারিসে ৫ টি অস্হায়ী পুজা মন্ডপে বাংলাদেশী হিন্দুসম্প্রদায় তাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালন করে।
প্যারিসের পখত দো লা ভিলেতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সন্ধ্যে ৮ ঘটিকায় পুজা উপলক্ষ্যে প্রকাশিত একটি ম্যাগাজিন (পুজা)এর মোড়ক উন্মোচন এর আয়োজন করে। মোড়ক উন্মোচন এর জমাকলো এ আয়োজনে অংশগ্রহন করেন ফ্রান্সে নি্যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এম শহীদুল ইসলাম,অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ও ফ্রান্স বাংলাদেশ ইকনোমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ,বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম,ফ্রান্স আওয়ামিলীগের সহ সভাপতি ওয়াহিদ বার তাহের,সাধারন সম্পাদক এম এ কাসেম,বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি শরীফ আল মোমিন,সাধারন সম্পাদক টি এম রেজা,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সমন্বয়কারি শুভ্রত ভট্টা্চার্য শুভ,বিকশিত নারী সংঘের সভাপতি তাওফিকা সাহেদ,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,প্যারিসের বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দ,ও প্যারিসের সামাজিক সাংস্কৃতীক সংগঠনের নেতৃবৃন্ধ।
উপস্তিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন নিজ নিজ অবস্থান থেকে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সমবেত ভাবে কাজ করা সময়ের গুরুত্বপুর্ন দাবী।ধর্মীয় উৎসব দেশের মানুষের মাঝে পারস্পরিক ভালবাসা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ