• ১৪ বৈশাখ ,১৪৩১,27 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আবারো ইউরোপ সফরে যাচ্ছেন জন কেরি

| অক্টোবর 20, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মার্কিন পররামন্ত্রী জন কেরি সিরিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ে আলোচনার লক্ষে পুনরায় ইউরোপ সফরে যাচ্ছেন। আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি প্যারিস, লন্ডন ও রোম সফর করবেন। পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র জেন পিসাকি জানান, কেরি ফ্রান্সে আরব শান্তি উদ্যোক্তাদের সঙ্গে ইসরাইল ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর অগ্রগতি নিয়ে কথা বলবেন। এছাড়া তিনি সউদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সালের সঙ্গেও বৈঠক করবেন। সাংবাদিকদের পিসাকি আরো জানান, মঙ্গলবার কেরি লন্ডনে জেনেভায় শান্তি সম্মেলনের আয়োজনের অগ্রগতি নিয়ে সিরিয়ার বন্ধু দেশগুলোর মূল গ্রুপের সঙ্গে আলোচনায় বসবেন। এছাড়া রোমে কেরি ফিলিস্তিনের সঙ্গে চলমান শান্তি আলোচনার বিষয় নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। আগামী মাসে জেনেভায় সিরিয়ার সরকারি পক্ষ ও বিরোধী পক্ষ উভয়কে নিয়ে একটি শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে এ আলোচনা সিরিয়ায় শান্তি স্থাপনের পক্ষে জোরালো ভূমিকা রাখবে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply