• ১৮ বৈশাখ ,১৪৩১,02 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

৩৫টি দেশের সরকার প্রধানদের টেলিফোন আড়ি পাতে যুক্তরাষ্ট্র

| অক্টোবর 26, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি(এনএসএ) বিশ্বের ৩৫টি দেশের সরকার প্রধানদের টেলিফোনে আড়ি পেতে তথ্য সংগ্রহ করেছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন ইন্টারনেট ও টেলিফোনে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিসংক্রান্ত যে গোপন দলিল ফাঁস করে দিয়েছেন তার বরাত দিয়ে গার্ডিয়ান পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

গার্ডিয়ান জানায়, এনএসএ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে অন্তত ২০০ এরও বেশি টেলিফোন নম্বর পেয়েছে যার মধ্যে ৩৫টি দেশের সরকার প্রধানদের টেলিফোন নম্বরও ছিল।

এদিকে জার্মান পত্রিকা এশপিগেল জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা হয়তবা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের টেলিফোনে আড়ি পেতেছিল। এদিকে ইউরোপীয় ইউনিয়েনের সম্মেলনের আগে অ্যাঙ্গেলা মারকেল ও ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওল্যাঁদ জানিয়েছেন যে, টেলিফোন আড়ি পাতা সংক্রান্ত সমস্যা নিয়ে মার্কিন প্রশাসনের সাথে বৈঠক করবেন।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply