• ২১ বৈশাখ ,১৪৩১,05 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রাশিয়ার ২,০০০ সন্ত্রাসী যুদ্ধ করছে সিরিয়ায়

| অক্টোবর 26, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সিরিয়ার গ্র্যান্ড মুফতি শেখ আহমাদ বদরুদ্দিন হাসুন জানিয়েছেন, রাশিয়ার অন্তত ২,০০০ সন্ত্রাসী তার দেশের বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

 মস্কোর ইসলামি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় মুফতি বদরুদ্দিন এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরুর পর রাশিয়া থেকে  বিশেষ করে চেচেন বংশোদ্ভূত গেরিলারা দলে দলে সিরিয়ায় ঢুকেছে।

 শেখ বদরুদ্দিন আরো বলেন, বহু রুশ সন্ত্রাসী এরইমধ্যে মারা গেছে এবং এখনো বিরাট সংখ্যক গেরিলা সিরিয়ার অভ্যন্তরে যুদ্ধ করছে। সিরিয়ার এ শীর্ষ পর্যায়ের ধর্মীয় নেতা জানান, বেশিরভাগ রুশ সন্ত্রাসী রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চল ও রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুসলিম দেশগুলো থেকে গেছে।

 এর আগে, গত মে মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জানিয়েছিলেন, বিশ্বের অন্তত ২৯টি দেশ থেকে সন্ত্রাসী সিরিয়ায় ঢুকেছে এবং সিরিয়ার হাজারো নাগরিককে হত্যা করেছে। সিরিয়ায় সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ মারা গেছে বলে সম্প্রতি জাতিসংঘ এক রিপোর্টে জানিয়েছে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply