‘আড়িপাতার জন্য ইউরোপীয়দের উচিত কৃতজ্ঞ থাকা’
আন্তর্জাতিক: আমেরিকার হাউজ ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান এবং রিপাবলিকান দলের আইন প্রণেতা মাইক রজার্স বলেছেন, ইউরোপীয় নাগরিকদের উচিত তাদের টেলিফোনে আড়িপাতার জন্য আমেরিকার কাছে কৃতজ্ঞ থাকা। তিনি দাবি করেন, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) আড়িপাতার কারণেই ইউরোপীয় নাগরিকরা নিরাপদে জীবন-যাপন করতে পারছেন।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাতকারে এ দাবি করেছেন মাইক রজার্স। তিনি বলেন, কেনো আড়িপাতা হচ্ছে সে কথা যদি ফরাসি নাগরিকরা বুঝতে পারতেন তাহলে তারা তা সাদরে গ্রহণ করতেন এবং নিজেদের আনন্দ উচ্ছ্বাস প্রদর্শনের জন্য শ্যাম্পেইনের বোতল খুলতেন।
আড়িপাতাকে অত্যন্ত ভাল কাজ হিসেবে অভিহিত করে মাইক রজার্স বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার আড়িপাতার কারণে ফ্রান্স ও আমেরিকা নিরাপদে রয়েছে। এ ছাড়া, আড়িপাতার কল্যাণেই আমেরিকার ইউরোপীয় মিত্ররা শান্তি ও নিরাপদে আছেন বলেও দাবি করেন তিনি।
এনএসএ’র আড়িপাতাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের সরকার যে মার্কিন বিরোধী তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তাকে তিনি অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেন। একই সঙ্গে আড়িপাতার খবর ভুলভাবে প্রকাশ করা হয়েছে বলে দাবি করে সংবাদ মাধ্যমগুলোর কঠোর সমালোচনা করতে পিছ-পা হননি এই মার্কিন সিনেটর। তিনি বলেন, দেশে-বিদেশে মার্কিন স্বার্থ রক্ষা করতে পারে এরকম তথ্য আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো সংগ্রহ না করলে সেটাই বরং চাঞ্চল্যকর খবর হওয়া উচিত।
এনএসএ’র ন্যক্কারজনক আড়িপাতা ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে যখন ইউরোপীয় মিত্র দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে তখন এ বিষয়ে দুঃখ প্রকাশ না করে এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলেন একজন মার্কিন সিনেটর।
Category: 1stpage, আন্তর্জাতিক