• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

কোম্পানীগঞ্জ এসোসিয়েশন(নোয়াখালী)প্যারিস ফ্রান্সের বর্নাঢ্য অভিষেক

| অক্টোবর 29, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

মোঃ নুর,প্যারিসঃ ২৭ অক্টোবর প্যারিসের বি, বি ,সি সেন্টারে কোম্পানীগঞ্জ ফ্রান্স প্রবাসীদের বহুল প্রতিক্ষিত কোম্পানীগঞ্জ এসোসিয়েশন (নোয়াখালী ) প্যারিস ফ্রান্সের বর্নাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়।যার মাধ্যমে প্যারিসের বুকে এক ক্ষুদ্র ইতিহাস সৃষ্টি করল কোম্পানীগঞ্জবাসী। বাংলাদেশের রাজপথ যখন মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে ,দেশের মানুষ যখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ,পুরা জাতি যখন বিভিন্ন দল ..উপদলে বিভক্ত ঠিক তখন কোম্পানীগঞ্জের ফ্রান্স প্রবাসীরা সকল দল-মত ভুলে , আমরা কোম্পানীগঞ্জের সন্তান এই মূলমন্ত্রে বিশ্বাস করে ঐক্যবদ্ধ থাকার দৃড প্রতয় ব্যক্ত করেন।

ফ্রান্সে কোম্পানীগঞ্জ প্রবাসী সালাউদ্দিন খান দিদার ভাইয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান কোম্পানীগঞ্জবাসীর এক মহামিলন মেলায় পরিনত হয়।পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজদের উন্নতির পাশাপাশির দেশ মাতৃকার সেবা করার লক্ষ্যে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন (নোয়াখালী ) প্যারিস ফ্রান্স নামক এক অরাজনৈতিক, আঞ্চলিক স্বেচ্ছাসেবা ও মানব সেবামূলক ব্যতিক্রমধর্মী সংগঠনের আত্মপ্রকাশ ঘটল যা সময়ের অত্যন্ত গুরুত্বপুর্ন দাবী ছিল।

অনুষ্টানে উপস্তিত সবাই আশাবাদী ফ্রান্সে বসবাসকারী কোম্পানীগঞ্জ বাসির মধ্যে পারস্পরিক ভাতৃত্ব বন্ধন,আরো ঘনিষ্ট ও পারষ্পরিক সহযোগীতার মাধ্যমে সমষ্ঠিক উন্নয়নের লক্ষ্যে, কাজ করবে , নুতন উদ্যমে এগিয়ে যাবে ।বক্তারা কোম্পানীগঞ্জ প্রবাসীদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান ও এ সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।এতে কোম্পানীগঞ্জ সহ প্যারিসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply