• ২০ কার্তিক ,১৪৩১,04 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বিবিসির সাবেক উপস্থাপক জিমি সেভিলের গাড়ি চালকের রহস্যজনক মৃত্যু

| অক্টোবর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:  শত শত নারী ও শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত বিবিসির সাবেক উপস্থাপক জিমি সেভিলের গাড়ি চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

 ডেভিড স্মিথ নামক ওই ড্রাইভার নিজেও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ ওঠার পর তাকে আদালতে তলব করা হয়। কিন্তু আদালতে হাজিরা দেয়ার দিন নিজ বাসভবনে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

 ১৯৮০’র দশকে স্মিথ ১২ বছরের এক বালকের ওপর চড়াও হয়েছিলেন।  ব্রিটিশ পুলিশ- স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, সোমবার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে স্মিথের বাসভবনে গিয়ে তার মৃতদেহ পাওয়া যায়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

 বিবিসি’র পরলোকগত উপস্থাপক যৌন বিকারগ্রস্ত জিমি সেভিল ৪০ বছরেরও বেশি সময় ধরে কমপক্ষে ৩০০ শিশু-কিশোরের ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালিয়েছেন বলে তদন্তে ধরা পড়েছে। অন্তত ১৩০ নারী স্বপ্রণোদিত হয়ে পুলিশের কাছে সেভিলের অপকর্মের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ২০১১ সালের অক্টোবরে ৮৪ বছর বয়সে সেভিলের মৃত্যু হয়।

 সেভিলের মৃত্যুর আগ পর্যন্ত তার এ লাম্পট্যের কথা ভুক্তভোগীরা ছাড়া আর কেউ জানতেো না। পরবর্তীতে তার এ অপকর্মের খবর প্রকাশিত হলে আরো শত শত ব্যক্তি এ ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তিদের সন্ধান করতে গিয়ে পুলিশ সেভিলের গাড়িচালক স্মিথের অপকর্মের বিষয়টি জেনে যায়। তদন্তে দেখা যায়, ৬৬ বছর বয়সী স্মিথ অন্তত দু’টি যৌন অপকর্ম ও একটি ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন।

 ব্রিটিশ পুলিশ বলেছে, বিবিসির প্রয়াত উপস্থাপক জিমি সেভিল ছিলেন একজন শিকারি যৌন অপরাধী। তার শিকার ধরার ক্ষেত্রে তার কোনো বাছবিচার ছিল না এবং আট বছরের শিশুকন্যার ওপরও তিনি নির্দ্বিধায় বলাত্‌কার চালিয়েছেন। নিজের যৌনলালসা চরিতার্থ করার জন্য তিনি হাসপাতালে ঘুরে বেড়াতেন এমনকি অনাথ আশ্রমও ছিল তার শিকারি ধরার অন্যতম জায়গা।

 ব্রিটিশ পুলিশ আরো জানিয়েছে, তার যৌনলিপ্সার কথা গোপন রাখার জন্য তিনি সেলিব্রেটির পরিচয়কে ব্যবহার করতেন।

 সেভিলের অপকর্মের সূত্র ধরে এ পর্যন্ত ব্রিটেনের বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিত্বকে আটক করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন টিভি উপস্থাপনক রল্‌ফ হ্যারিস, গায়ক গ্যারি গ্লিটার, রেডিও ঘোষক স্টুয়ার্ট হল, সাবেক টিভি প্রযোজক উইলফ্রেড ডেঅ্যাথ এবং কমেডিয়ান ফ্রেড্ডি স্টার ও জিম ড্যাভিডসন।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK

About the Author ()

Leave a Reply