• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বিএনপির ৫ শীর্ষ নেতা আটক, অনেকের বাড়িতে পুলিশি অভিযান

| নভেম্বর 9, 2013 | 0 Comments

ইউরোবিডি দেশের খবর: বাংলাদেশের প্রধান বিরোধীদল- বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যের পর বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ।

 শুক্রবার রাত ১২টায় খালেদা জিয়ার গুলশানের বাসায় ঢুকে ঘণ্টাখানেক কথা বলে বেরিয়ে আসার পরপরই গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

 এর আগে রাত ৮টা ১০ মিনিটে হোটেল সোনারগাঁওয়ের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশ।

 ব্যারিস্টার মওদুদ আহমদ বিকালে হোটেল সোনারগাঁওয়ে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে রাতে হোটেল থেকে বের হওয়ারপর কাওরানবাজার এলাকায় সাদা পোশাকের কয়েকজন পুলিশ ও পোশাকধারী কয়েকজন পুলিশ তার গাড়ি আগলে দাঁড়ান। এরপর একটি গাড়িতে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৮টার দিকে একই স্থান থেকে এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটক করা হয়।

 ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার (এসি) মো. আবু ইউসুফ জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ শীর্ষ তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জে এবং কুমিল্লার হোমনা ও তিতাসে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

নোয়াখালীতে জেএসসি এবং জেডিসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে জেলা বিএনপি ।

 এদিকে,  রাতে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলা বিএনপি সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি বহু নেতার বাসায় গ্রেফতার অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

 এছাড়া, শুক্রবার বিকাল পাঁচটার পর চেয়ারপারসনের গুলশানের কার্যালয় ঘিরে অবস্থান নেয় পুলিশ। আশপাশের এলাকায়ও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে। কাউকে কার্যালয় থেকে বের হতে দেয়া হচ্ছে না।

এর আগে বিকাল চারটার দিকে ওই কার্যালয় থেকে হরতাল কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত হরতালের আহ্বান করেন তিনি। ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা হয়। এরপর মির্জা ফখরুলসহ অন্য নেতারা কার্যালয় থেকে বেরিয়ে যান।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হরতাল ঘোষণা দেয়ার পর উপরের নির্দেশে শক্ত অবস্থান নেয়ার নির্দেশ দেয়া হয়। এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Category: 1stpage, দেশের খবর, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply