• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মিলিয়নিয়ার হবার স্বপ্ন পূরণ হলো না মন্ত্রীর

| নভেম্বর 9, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রাজনীতিতে নেমেছি, ভোটে দাঁড়িয়েছি, মন্ত্রী হয়েছি। এখন যদি ধনকুবের না হতে পারি তো হব কখন! এমন মানসিকতার পরিচয় দিয়ে বরখাস্ত হয়েছেন ঘানার যোগাযোগ উপমন্ত্রী ভিক্টোরিয়া হাম্মাহ। তিনি বলেছিলেন, মিলিয়নেয়ার (১০ লাখ মার্কিন ডলার ; বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি) না হওয়া পর্যন্ত রাজনীতি করবেন! অর্থাত্ তার কাছে রাজনীতি মানে টাকার গাছ।

কিন্তু তার স্বপ্ন আর সত্যি হতে দিল না দেশটির সরকার। রাজনীতিকে পুঁজি করে কোটিপতি হবার বাসনা জানতে পেরে তাকে বরখাস্ত করা হয়েছে। মূলত একটি গোপন টেপ রেকর্ড ফাঁস হবার পর সবাই হাম্মাহ’র এই স্বপ্নের কথা জানতে পারে। ওই টেপ রেকর্ডে তাকে বলতে শোনা যায়, ‘আপনার টাকা থাকলে আপনি সবাইকে হাতের মুঠোয় রাখতে পারবেন। তাই এক মিলিয়ন ডলার কামাই না করা পর্যন্ত রাজনীতি চালিয়ে যাব।’ টেপ রেকর্ডটি ঘানাজুড়ে ছড়িয়ে পড়ার পর সরকার চরম বিব্রত হয়। একারণে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়।

Category: 1stpage, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply