• ২২ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ঢাকায় শীতের জমজমাট ফুটপাথ বাজার

| ডিসেম্বর 17, 2012 | 0 Comments

বাংলা বর্ষের হিসাব অনুযায়ী পৌষ ও মাঘ এ দু’মাস শীতকাল। তবে দেখা যায় যে, অগ্রহায়নের শেষের দিকেই শুরু হয়ে যায় শীতকাল। এবারও তার ব্যাতিক্রম নয় তাই শীতের শুরুতেই জমে উঠেছে শীতবস্ত্রের বাজার।
শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে শীতবস্ত্রের বেচাকেনা জমে উঠেছে রাজধানীর বিভিন্ন ফুটপাথ বাজারে। আর এসব বাজারে কেনাকাটা করতে আসেন প্রায় সর্বস্তরের মানুষ। ফুটপাথ বাজারগুলোতে কেনাকাটা সস্তায় হয় বলে এসব পণ্যের চাহিদা বেশি তাই বিক্রিও বেশি।
বিক্রেতারা মনে করছেন, এ বছর গার্মেন্টস পণ্যের দাম বৃদ্ধি পাবে কিন্তু ‍মূল্যবৃদ্ধির আশঙ্কায় এতটুকু ভাটা পড়েনি কেনাকাটায়। রাজধানীর ফার্মগেট, নিউ মার্কেট, মৌচাক, মিরপুর ১০, গুলিস্তান ইত্যাদি স্থানের ফুটপাথ বাজার বহুল প্রচলিত এবং প্রসিদ্ধ।
বিভিন্ন ধরনের শীতবস্ত্র যেমন জ্যাকেট, হ্যাট, সোয়েটার, ফুলপ্যান্ট, মাফলার, জাম্পার, কোট, কার্ডিগান, ব্লেজার, লেদার ব্লেজার, লেডিস ব্লেজার ইত্যাদি এবারের শীতের কেনাকাটার মুল আকর্ষণ।
কম্বল ও লেপের চাহিদাও কোন অংশে কম নয় আর তাইতো পোশাকের পাশাপাশি জমজমাট কম্বল ও লেপের বাজার। তবে গত বছরের তুলনায় এ বছরের মু্ল্য অনেকটা বেশি। সিঙ্গেল ও ডাবল কম্বলের দাম যা গত বছর ছিল ১২০০-২০০০ টাকা, এবছর তা পাওয়া যাবে ১৮০০-২৫০০ টাকায়।
এছাড়াও ফুটপাথের পাশাপাশি বড় বড় মার্কেটের দোকান গুলোতেও এবারের শীতবস্ত্রের দাম বেশ চড়া থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ

About the Author ()

Leave a Reply