• ১৯ বৈশাখ ,১৪৩১,02 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গোপন চুক্তির ভিত্তিতে বৃটিশদের ব্যক্তিগত তথ্য চুরি!

| নভেম্বর 21, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা(এনএসএ) একটি গোপন চুক্তির ভিত্তিতে বৃটিশ নাগরিকদের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করেছে। বৃটেনের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এনএসএ এ চুক্তি করেছিল বলে মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া গোপনীয় নথিপত্র থেকে এ তথ্য ওঠে এসেছে।

স্নোডেনের এই ফাঁস করে দেয়া গোপন চিরকুট যৌথ অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশ করেছে বৃটিশ দৈনিক গার্ডিয়ান এবং বৃটিশ চ্যানেল ৪ নিউজ। এতে দেখা যায়, ২০০৭ সালে সম্পাদিত গোপন চুক্তি অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাকে বৃটিশ নাগরিকদের ফোন, ইন্টারনেট এবং ইমেইলের বিরুদ্ধে আড়িপাতার ও তাদের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করে জমা রাখার অনুমতি দেয়া হয়।

ফাঁস করে দেয়া চিরকুট থেকে জানা যায়, চুরি করা এ সব তথ্য একটি তথ্যভাণ্ডারে জমা রাখা হয় এবং মার্কিন গোয়েন্দা ও সামরিক নিরাপত্তা সম্প্রদায় নিজেদের খেয়াল-খুশি মতো এ সব তথ্য ব্যবহার করতে পারে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply