সিরিয়ায় দুই সুইডিশ সাংবাদিক নিখোঁজ!
ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়ায় নিখোঁজ দুই সুইডিশ সাংবাদিকের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে সুইডেন। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে।
গত শনিবার সিরিয়া থেকে ওই দুই সাংবাদিককে অপহরণ করে অজ্ঞাত ব্যক্তিরা। তবে, অপহৃত সাংবাদিকদের নাম প্রকাশ করেনি মন্ত্রণালয়।
সিরিয়ায় সুইডেনের দূতাবাস তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধ চলায় সুইডেনের দূতাবাস দামেস্ক থেকে সরিয়ে সাময়িকভাবে প্রতিবেশী লেবাননে নিয়ে যাওয়া হয়েছে।
‘দি কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ জানিয়েছে, সাংবাদিকদের জন্যে সিরিয়া একটি বিপজ্জনক দেশ। ২০১২ সালে অন্তত ৩৯ জন সাংবাদিক নিহত ও ২১ জন অপহরণে শিকার হয়েছেন। সাংবাদিক হত্যা ও অপহরণের সাথে সরকারি ও বিদ্রোহী উভয় পক্ষই জড়িত বলে কমিটি জানিয়েছে। দেশটিতে এখনো ১৮ জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিখোঁজ রয়েছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ