• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আওয়ামী লীগের প্রার্থী তালিকা ॥ চূড়ান্ত মনোনয়ন ২৯৪

| নভেম্বর 30, 2013 | 0 Comments

দেশের খবর: দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল আওয়ামী লীগ। তবে ঘোষিত প্রার্থী তালিকায় বড় কোন চমক নেই। বর্তমান জাতীয় সংসদের প্রায় ৯০ ভাগ সংসদ সদস্যই পুনরায় আওয়ামী লীগের ‘সোনার হরিণ’ নামক মনোনয়ন পেয়েছেন। ৩শ’ আসনের মধ্যে শরিক দল ওয়ার্কার্স পার্টির বর্তমান তিন সংসদ সদস্য, জাসদের দুজন সংসদ সদস্য এবং ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের আসনে কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এই ৬টি আসন ফাঁকা রেখে বাকি ২৯৪টি আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করা হয়।

তবে ঘোষিত মনোনয়নই চূড়ান্ত নয়। সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং জোট-মহাজোটের হিসাবের অঙ্কে অনেক আসনেই শেষ পর্যন্ত পরিবর্তন হতে পারে। ১৪ দল এবং মহাজোটের শরিক জাতীয় পার্টিসহ সমমনা অন্য দলগুলোকে সমঝোতার মাধ্যমে যেসব আসন ছেড়ে দেয়া হবে সেই আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হবে। জাতীয় পার্টির আসনগুলোতে দলীয় প্রার্থী দেয়া হলেও চৌদ্দ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। প্রার্থী ঘোষণার পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন ফরম প্রার্থীদের হাতে তুলে দেয়া হয়।

এটিই চূড়ান্ত প্রার্থী তালিকা নয় উল্লেখ করে সৈয়দ আশরাফ আরও বলেন, এটি আমাদের সম্পূর্ণ দলীয় মনোনয়ন। কিন্তু আমরা ১৪ দলেরও অংশ, মহাজোটেরও অংশ। এসব দলগুলোর সঙ্গে আলোচনা করে এর সঙ্গে চৌদ্দ দল ও মহাজোট যুক্ত করে সব মিলিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বিশেষ করে ঢাকা-৪ আসনে বর্তমান সংসদ সদস্য সানজিদা খানম পুনরায় মনোনয়ন পাওয়ায় মনোনয়নবঞ্চিত অন্য প্রার্থীদের কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা সানজিদা খানমের বিরুদ্ধে নানা সেøাগান দেন এবং মনোনয়ন পরিবর্তনের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মৃদু হাতাহাতি, তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। অবশ্য সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা বেশি দূর পর্যন্ত এগোয়নি।

প্রায় এক বছর ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন প্রক্রিয়া শুরু করেন। দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতাদের সঙ্গে বছর ধরেই ধারাবাহিক বৈঠক করে দলীয় মনোনয়নের ব্যাপারে তাঁদের মতামত সংগ্রহ করেন। এবার সর্বাধিক ২৬শ’ মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এর পর টানা তিন দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড সকল মনোনয়ন বিশ্লেষণ এবং প্রাপ্ত জরিপের সঙ্গে মিলিয়ে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করেন।

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা ॥ সংসদীয় আসন ক্রমানুসারে নিচে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের নাম দেয়া হলো : রংপুর বিভাগ ॥ পঞ্চগড়-১ মোঃ মজহারুল হক প্রধান, পঞ্চগড়-২ নূরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আলহাজ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ ইমদাদুল হক, দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ এ এইচ মাহমুদ আলী, দিনাজপুর-৫ মুস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ শিবলী সাদিক, নীলফামারী-১ আফতাব উদ্দীন সরকার, নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, নীলফামরী-৩ গোলাম মোস্তাফা, নীলফামারী-৪ কর্নেল মারুফ সাকলাইন, লালমনিরহাট-১ মোতাহার হোসেন, লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আবু সালেহ মোঃ সাইদ, রংপুর-১ মোঃ রুহুল আমীন, রংপুর-২ আবুল কালাম (ডিউক চৌধুরী), রংপুর-৩ চৌধুরী খালেকুজ্জামান, রংপুর-৪ টিপু মুন্সি, রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান, রংপুর-৬ শেখ হাসিনা, কুড়িগ্রাম-১ আসলাম হোসেন, কুড়িগ্রাম-২ মোঃ জাফর আলী, কুড়িগ্রাম-৩ মতি শিউলি, কুড়িগ্রাম-৪ জাকির হোসেন, গাইবান্ধা-১ মঞ্জুরুল ইসলাম লিটন, গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৪ মোঃ মনোয়ার হোসেন চৌধুরী ও গাইবান্ধা-৫ মোঃ ফজলে রাব্বী মিয়া।

রাজশাহী বিভাগ ॥ জয়পুরহাট-১ শমসুল আলম দুদু, জয়পুরহাট-২ আবু সাইদ আল মাহমুদ স্বপন, বগুড়া-১ আব্দুল মান্নান বগুড়া-২ মোঃ আকরাম হোসেন, বগুড়া-৩ আনছার আলী মৃধা, বগুড়া-৪ রাগিবুল আহসান রিপু, বগুড়া-৫ মোঃ হাবিবর রহমান, বগুড়া-৬ মোমতাজ উদ্দিন, বগুড়া-৭ ডা. মোস্তফা হোসেন নান্নু, চাঁপাইনবাবগঞ্জ-১ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-৩ মোঃ আব্দুল ওদুদ, নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আকরাম হোসেন চৌধুরী, নওগাঁ-৪ ইমাজ উদ্দীন প্রামানিক, নওগাঁ-৫ আব্দুল মালেক, নওগাঁ-৬ ইসরাফুল আলম, রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ বজলুর রহমান, রাজশাহী-৩ আয়েনউদ্দিন আয়েন, রাজশাহী-৪ এনামুল হক, রাজশাহী-৫ আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ মোঃ শাহরিয়ার আলম, নাটোর-১ আবুল কালাম, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ ডা. মোঃ হাবিবে মিল্লাত (মুন্না), সিরাজগঞ্জ-৩ আলহাজ গাজী ইসহাক হোসেন তালুকদার, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আবদুল মজিদ ম-ল, সিরাজগঞ্জ-৬ হাসিবুল আলম স্বপন, পাবনা-১ শামসুল হক টুকু, পাবনা-২ খন্দকার আজিজুর রহমান আরজু, পাবনা-৩ মকবুল হোসেন, পাবনা-৪ শামসুর রহমান শরিফ (ডিলু) ও পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার প্রিন্স।

খুলনা বিভাগ ॥ মেহেরপুর-১ ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আব্দুল খালেক, কুষ্টিয়া-১ আফাজ উদ্দিন, কুষ্টিয়া-৩ মাহাবুব-উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আব্দুর রউফ, চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দার, চুয়াডাঙ্গা-২ মোঃ আলী আজগার টগর, ঝিনাইদহ-১ মোঃ আব্দুল হাই, ঝিনাইদহ-২ মোঃ সফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ-৩ শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজিম আনা, যশোর-১ শেখ আফিল উদ্দিন, যশোর-২ মনিরুল ইসলাম, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪ রণজিত কুমার রায়, যশোর-৫ খান টিপু সুলতান, যশোর-৬ ইসমত আরা সাদেক, মাগুরা-১ মোহাম্মদ সিরাজুল আকবর, মাগুরা-২ বীরেন শিকদার, নড়াইল-১ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ এস এম আশিকুর রহমান, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ শওকত আলী বাদশা, বাগেরহাট-৩ তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ মোজাম্মেল হক, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-২ মিজানুর রহমান মিজান, খুলনা-৩ বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৪ মোস্তফা রশীদি সুজা, খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ শেখ মোঃ নুরুল হক, সাতক্ষীরা-১ এ বি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা-২ মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-৪ জগলুল হায়দার।

বরিশাল বিভাগ ॥ বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ সম্ভু, বরগুনা-২ শওকত হাসানুর রহমান রিমন, পটুয়াখালী-১ এ্যাডভোকেট শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, পটুয়াখালী-৪ মোঃ মাহবুবুর রহমান, ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-২ আলী আজম মুকুল, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-২ তালুকদার মোঃ ইউনুস, বরিশাল-৩ সিরাজ উদ্দীন আহমদ, বরিশাল-৪ পঙ্কজ দেবনাথ, বরিশাল-৫ শওকত হোসেন হিরন, বরিশাল-৬ হাফিজ মল্লিক, ঝালকাঠি-১ বজলুল হক হারুন, ঝালকাঠি-২ আমির হোসেন আমু, পিরোজপুর-১ এ কে এম আওয়াল, পিরোজপুর-২ ইসহাক আলী খান পান্না ও পিরোজপুর-৩ আনোয়ার হোসেন।

ঢাকা বিভাগ ॥ টাঙ্গাইল-১ মোঃ আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ খন্দকার আসাদুজ্জামান, টাঙ্গাইল-৩ আমানুর রহমান রানা, টাঙ্গাইল-৪ আবদুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-৫ সানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ খন্দকার আবদুল বাতেন, টাঙ্গাইল-৭ মোঃ একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ শওকত মোমেন শাহজাহান, জামালপুর-১ আবুল কালাম আজাদ, জামালপুর-২ ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ মির্জা আজম, জামালপুর-৪ মোঃ নুরুল ইসলাম, জামালপুর-৫ রেজাউল করিম হীরা, শেরপুর-১ আতিউর রহমান আতিক, শেরপুর-২ মতিয়া চৌধুরী, শেরপুর-৩ এ এ কে এম ফজলুল হক, ময়মনসিংহ-১ প্রমোদ মানকিন, ময়মনসিংহ-২ শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩ মজিবুর রহমান ফকির, ময়মনসিংহ-৪ অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহ-৫ কে এম খালিদ বাবু, ময়মনসিংহ-৬ মোঃ মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ রেজা আলী, ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার, ময়মনসিংহ-৯ আবদুস সালাম, ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ আমানুল্লাহ, নেত্রকোনা-১ ছবি বিশ্বাস, নেত্রকোনা-২ আরিফ খান জয়, নেত্রকোনা-৩ ইফতেখারুল তালুকদার পিন্টু, নেত্রকোনা-৪ রেবেকা মমিন, নেত্রকোনা-৫ ওয়ারেসাত হোসেন বেলাল, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-২ এ্যাডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৩ নাসিরুল ইসলাম, কিশোরগঞ্জ-৪ রেজোয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন, মানিকগঞ্জ-১ নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক, মুন্সীগঞ্জ-১ সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ-২, সাগুফতা এমিলি, মুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস, ঢাকা-১ আব্দুল মান্নান খান, ঢাকা-২ মোঃ কামরুল ইসলাম, ঢাকা-৩ নসরুল হামিদ, ঢাকা-৪, সানজিদা খানম, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-৬ মিজানুর রহমান খান, ঢাকা-৭ মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ শেখ ফজলে নুর তাপস, ঢাকা-১১ এ কে এম রহমতুল্লাহ, ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মোঃ আসলামুল হক, ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১৮ বেগম সাহারা খাতুন, ঢাকা-১৯ ডা. এনামুর রহমান, ঢাকা-২০ বেনজীর আহমদ, গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ এ কে এম রহমত আলী, গাজীপুর-৪ বেগম সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী-৩ জহুরুল হক মোহন, নরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদী-৫ রাজি উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ মোঃ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ শুক্কুর মাহমুদ, রাজবাড়ী-১ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ মোঃ জিল্লুল হাকিম, ফরিদপুর-১ আব্দুর রহমান, ফরিদপুর-২ সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ, গোপালগঞ্জ-১ মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, মাদারীপুর-১ নূরে আলম চৌধুরী, মাদারীপুর-২ শাজাহান খান, মাদারীপুর-৩ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শরীয়তপুর-১ বি এম মোজাম্মেল হক, শরীয়তপুর-২ শওকত আলী, শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক।

সিলেট বিভাগ ॥ সুনামগঞ্জ-১ মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ-২ সুরঞ্জিত সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ এনামুল কবির ইমন, সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক, সিলেট-১ আবুল মাল আব্দুল মুহিত, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ ইমরান আহমদ, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ, সিলেট-৬ জনাব নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১ মোঃ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ সৈয়দ বজলুল করিম, মৌলভীবাজার-৩ সৈয়দ মহসিন আলী, মৌলভীবাজার-৪ মোঃ আব্দুস শহীদ, হবিগঞ্জ-১ গাজী মোঃ শাহনেওয়াজ, হবিগঞ্জ-২ জনাব মোঃ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ আবু জহির, হবিগঞ্জ-৪ মাহবুব আলী।

চট্টগ্রাম বিভাগ ॥ ব্রাহ্মণবাড়িয়া-১ মোহাম্মদ ছায়েদুল হক, ব্রাহ্মণবাড়িয়া-২ উম্মে নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়া-৩ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ সাইদুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৬ এ বি তাজুল ইসলাম, কুমিল্লা-১ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-২ আব্দুল মজিদ, কুমিল্লা-৩ জাহাঙ্গির আলম, কুমিল্লা-৪ এবিএম গোলাম মোস্তফা, কুমিল্লা-৫ আব্দুল মতিন খসরু, কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ মোঃ আলী আশরাফ, কুমিল্লা-৮ নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা-৯ মোঃ তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আ হ ম মোস্তাফা কামাল, কুমিল্লা-১১ মোঃ মুজিবুল হক, চাঁদপুর-১ মহিউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৩ দীপু মনি, চাঁদপুর-৪ শামসুল হক ভুইয়া, চাঁদপুর-৫ রফিকুল ইসলাম, ফেনী-১ খায়রুল বশর মজুমদার, ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ মোঃ আবুল বাশার, নোয়াখালী-১ কে এম ইব্রাহীম, নোয়াখালী-২ মোরশেদ আলম, নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ আয়েশা ফেরদৌস, লক্ষীপুর-১ মোঃ শাহজাহান, লক্ষীপুর-২ এহসানুল কবির জগলু, লক্ষীপুর-৩ শাহজাহান কামাল, লক্ষীপুর-৪ মোঃ আব্দুল্লাহ, চট্টগ্রাম-১ মোশাররফ হোসেন, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৩ এ বি এ মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ দিদারুল আলম, চট্টগ্রাম-৫ ইউনুস করিম চৌধুরী, চট্টগ্রাম-৬ মোহাম্মদ হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম-৯ মোঃ আফছারুল আমীন, চট্টগ্রাম-১১ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১২ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কক্সবাজার-১ সালাহ উদ্দিন আহমদ জাফর আলম, কক্সবাজার-২ আনছারুল করিম আশেকুল্লাহ রফিক, কক্সবাজার-৩ কানিজ ফাতেমা, কক্সবাজার-৪ আব্দুর রহমান বদি, পার্বত্য খাগড়াছড়ি যতীন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি দীপঙ্কর তালুকদার ও বান্দরবান বীর বাহাদুর উশৈ সিং। চট্টগ্রাম ৭ ও ১০ আসনে প্রার্থিতা ফাঁকা রাখা হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply