• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বাংলাদেশ: সাফল্য, ব্যর্থতার ২০১৩

| ডিসেম্বর 29, 2013 | 0 Comments

দেশের খবর: বাংলাদেশের জন্য ঘটনাবহুল এক বছর ২০১৩৷ রানা প্লাজায় ধস, নির্বাচন নিয়ে সহিংসতা, মানুষ পোড়ানো, ব্লগার হত্যাসহ হতাশার খবর অনেক৷ তবে সন্তুষ্টিও আছে৷ ২০১৩ সালের আলোচিত ১৩ ঘটনা

Bangladesch Abdul Quader Molla Gerichtsprozess

‘বিজয়চিহ্ন’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাঁচ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার পর ‘বিজয়চিহ্ন’ দেখান মোল্লা৷ তার এই বিজয়চিহ্নের প্রতিবাদে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ৷

Bangladesh Protest gegen Kriegsverbrecher

গণজাগরণ মঞ্চ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাসহ অন্যান্য অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাঁচ ফেব্রুয়ারি রাতে শাহবাগে সমবেত হন অসংখ্য মানুষ৷ ব্লগারদের আহ্বানে সাধারণ মানুষের অংশগ্রহণে এধরনের বিশাল প্রতিবাদ কর্মসূচি আগে কখনো দেখা যায়নি বাংলাদেশে৷ শাহবাগ প্রজন্ম চত্বর থেকে যাত্রা শুরু করা গণজাগরণ মঞ্চ এখনো বিভিন্ন দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে৷

Messerangriff auf Blogger Bangladesh

ব্লগার হত্যা, কারাদণ্ড

গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত থাকা ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যা করে একদল দুর্বৃত্ত৷ ১৫ ফেব্রুয়ারি রাতে তাঁকে নিজের বাড়ির সামনে জবাই করে হত্যা করা হয়৷ এই হত্যাকাণ্ডের পরপরই ইন্টারনেটে একটি মহল রাজীবকে নাস্তিক ব্লগার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে৷ চলতি বছর আরেক ব্লগার আসিফ মহিউদ্দীনও (ছবিতে মাঝে) হত্যাচেষ্টার শিকার হন৷ পরবর্তীতে তিনিসহ কয়েক ব্লগার কারাভোগও করেছেন৷

Bangladesch Präsident Zillur Rahman stirbt in Singapur

জিল্লুর রহমানের চিরবিদায়

২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ তাঁর মৃত্যুর পর এক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘‘তিনি ছিলেন একজন আজীবন গণতন্ত্রী মানুষ৷ তাই সবার কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল৷’’ জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন আবদুল হামিদ৷

Bangladesch Dhaka Einsturz Textilfabrik 2013

ভবন ধসে সহস্রাধিক প্রাণহানি

পৃথিবীর ইতিহাসে অন্যতম ভবন ধসের ঘটনা ঘটে বাংলাদেশের সাভারে৷ ২৪ এপ্রিল সকাল ৯ টায় সাভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নয় তলা ‘রানা প্লাজা’ ধসে পড়লে সহস্রাধিক মানুষ প্রাণ হারান৷ রানা প্লাজায় কয়েকটি গার্মেন্টস কারখানা ছিল৷ তাই হতাহতের মধ্যে অধিকাংশই ছিলেন গার্মেন্টস কর্মী৷ এই ঘটনায় গোটা বিশ্বেই সমালোচনার ঝড় ওঠে৷

Bangladesch Hefajat-e Islam Blasphemie Gesetz Ausschreitungen Dhaka

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ

কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে পাঁচ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করেন কয়েক লাখ হেফাজতে ইসলাম সমর্থক৷ তবে সেদিন তারা মতিঝিল ত্যাগ না করে সেখানে অবস্থান করতে চাইলে নিরাপত্তা বাহিনী রাতের আধারে অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়৷ এই অভিযানে ঠিক কতজন প্রাণ হারিয়েছে তা এখনো এক অমীমাংসিত বিষয়৷

Bangladesch Überlebende nach 17 Tagen gerettet

সতের দিন বেঁচে থাকা

রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্যে সতের দিন আটকে ছিলেন পোশাককর্মী রেশমা৷ ১০ মে তাঁকে উদ্ধারে সক্ষম হয় উদ্ধারকারী দল৷ এভাবে আটকে থেকেও বেঁচে থাকার ঘটনা গোটা বিশ্বে বিরল৷ রেশমা বর্তমানে ঢাকার ওয়েস্টিন হোটেলে কাজ করছেন৷

Golf Mohammad Siddikur Rahman

বিশ্বকাপে সিদ্দিকুর

চলতি বছর গলফ খেলায় বাংলাদেশকে এক নতুন আসনে নিয়ে গেছেন সিদ্দিকুর রহমান৷ প্রথমবারের মতো গলফ বিশ্বকাপে বাংলাদেশের নাম লেখান তিনি৷ এছাড়া ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হিরো ইন্ডিয়া ওপেন গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সিদ্দিকুর রহমান৷

Bangladesch Urteil Meuterei 2009

 ১৫২ জনের ফাঁসি

ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে এক বিদ্রোহের মাধ্যমে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে পাঁচ নভেম্বর ১৫২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এত মানুষের ফাঁসির আদেশ আর কখনও হয়নি৷

Opfer Blockade Bangladesh

মানুষ পোড়ানোর রাজনীতি

২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতার আগুনে পুড়ে নিহত হয়েছেন অনেক মানুষ৷ যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমের বিরুদ্ধে জামায়াত-শিবিরের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানিও কম নয়৷ এছাড়া পুলিশের গুলিতে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে৷ চলতি বছর রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির সংখ্যা দু’শোর বেশি৷

Bangladesch Kriegsverbrecher Abdul Quader Molla gehängt

কাদের মোল্লার ফাঁসি কার্যকর

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১২ ডিসেম্বর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়৷ মোল্লাকে এভাবে ফাঁসি না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন, জার্মানি সহ অন্যরা৷ জামায়াতে ইসলামীর সমর্থকরা তাকে ‘শহিদ’ আখ্যা দিয়ে বিভিন্ন এলাকায় গায়েবানা জানাজার আয়োজন করে৷

Bangladesch Nationalflagge Aktion

 ‘‘সবচেয়ে বড় মানব পতাকা’’

পৃথিবীর ইতিহাসে ‘‘সবচেয়ে বড় মানব পতাকা’’ তৈরির ইতিহাস গড়েছে বাংলাদেশ৷ স্বাধীনতার ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মানব পতাকা তৈরি করেন প্রায় ত্রিশ হাজার সেনা সদস্য, স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ৷

Bangladesch Verbot der Islamistischen Partei Jamaat-e-Islami

 বিশ্বজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি

গত বছর ডিসেম্বরে বিরোধী দলের অবরোধের সময় ঢাকায় নিহত দোকান-কর্মচারী বিশ্বজিৎ হত্যা মামলায় ছাত্রলীগের ৮ কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত৷ এছাড়া ১৩ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড৷ ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার আদালত এই রায় ঘোষণা করেন৷

Category: 1stpage, দেশের খবর

About the Author ()

Leave a Reply