ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে ইউক্রেন: প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ইউক্রেন বহুল আলোচিত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিকোলা আযারোভ। রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা চলার সাপেক্ষে এ চুক্তি হতে পারে বলে জানান তিনি।
দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত ফার্স্ট ন্যাশনাল চ্যানেলে দেয়া এক সাক্ষাতকারে আযারোভ বলেন, রাশিয়া এরইমধ্যে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলে দেশটির যে আর্থিক ক্ষতি হবে তা পূরণের দাবিও জানান আযারভ। আনুমানিক এ ক্ষতির পরিমাণ এক হাজার কোটি ইউরো বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
গত মাসে, ইইউ-এর বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করে ইউক্রেন। এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। দেশটির সরকার বিরোধীরা ইউরোপীয় ব্লকের সঙ্গে এ চুক্তির জন্য সরকারকে চাপ দিতে থাকে। এর ফলে রাশিয়ার সঙ্গে তাদের খানিকটা দূরত্ব তৈরি হবে।
গত ১৭ ডিসেম্বর, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়। এর প্রতিবাদ জানিয়েছিল সরকার বিরোধীরা।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ