• ৪ জ্যৈষ্ঠ ,১৪৩১,18 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নানীর গর্ভে নাতনি!

| জানুয়ারী 12, 2014 | 0 Comments

আন্তর্জাতিক: বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে মানুষের ভাবাবেগেরও। তাইতো মা হয়ে মেয়ের সন্তানকে গর্ভে ধারণ করতে হয়! মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৮ বছর বয়সী এক নারী তার নাতনিকে গর্ভে ধারণ করেছেন। আগামী ফেব্রুয়ারিতে সন্তানটি ভূমিষ্ঠ হতে পারে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের বাসিন্দা জুলিয়া নাভারুর মেয়ে লরেনা ম্যাককিনুস (৩২) সন্তান ধারণে অক্ষম। কয়েকবার তার গর্ভপাত করার জন্যই এই অবস্থা। আর এজন্যই মা কে তার সন্তান জন্ম দেওয়ার জন্য দু:সহ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। মেয়ের ডিম্বানু ও মেয়ে জামাইয়ের শুক্রানুর মিলনে সৃষ্ট ভ্রুণ জুলিয়ার গর্ভে প্রতিস্থাপন করা হয়। অথচ প্রায় ১২ বছর আগে জুলিয়ার মেনোপজ ঘটে। তিন মাস হরমোন চিকিত্সার মাধ্যমে তাকে সন্তান ধারণে সক্ষম করে তোলা হয়। তিনি জানান, পরিবারের সদস্য হিসেবে আমাদের একে অন্যকে সাহায্য করা উচিত। তবে ডিম্বানু প্রতিস্থাপনের ক্ষেত্রে ডাক্তাররা পুরোপুরি সফল হবে বলে আশা করছিলেন না। কিন্তু অবশেষে সফলই হলেন। সন্তানের পিতা মিকাহ ম্যাকিনন বলেন, আমার ধারণার চেয়েও কাজটি সুন্দরভাবে শেষ হয়েছে – এএফপি

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply